পূর্ব মেদিনীপুর: ময়নার সভায় নিয়োগ দুর্নীতি (Recruitmen Scam) নিয়ে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের গত কয়েকমাসে ইতিমধ্য়েই শ্রীঘরে গিয়েছেন শাসকদলের হেভিওয়েটরা। জিজ্ঞাসাবাদে নাম উঠে এসেছে একাধিক নতুন চরিত্রের। 'মাথাকে ধরা হোক', ধরা হোক যখন দাবি তুলছেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নের্তৃত্ব, ঠিক তখনই বামআমলে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন তৃণমূল নেতারা। এদিকে সম্প্রতি বামেদের বর্ষীয়ান নেতা পাল্টা তৃণমূল-সহ বিজেপিকে একই সঙ্গে নিয়োগ দুর্নীতির ইস্য়ুতে তোপ দেগেছেন। যদিও ময়নার সভায় এদিন আরও একধাপ এগিয়ে শুভেন্দু অধিকারী বলেন,'দরজা খুললে টাকার পাহাড়, গোটা শিক্ষা দফতর জেলে'।


বেলঘড়িয়ায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট হোক, কিংবা গড়িয়াহাটের ট্যাক্সি থেকে টাকা উদ্ধার, ইতিমধ্য়েই একাধিক ইস্যু সামনে এসেছে। এবার কথা হচ্ছে কোন টাকাটা নিয়োগ দুর্নীতির, কোনটা নয়, তা এখনও প্রমাণ সাপেক্ষ। তবে বিরোধীরা ইতিমধ্যেই এনিয়ে একাধিক ইস্যু সামনে এনেছেন। তারই মধ্য়ে হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, চলতি বছরে সরকারি চাকরির পরীক্ষা। নিয়োগ দুর্নীতি বড় পদক্ষেপ নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। ওএমআর শিট বিকৃতি ইস্যুতে চাকরি গিয়েছে অসংখ্য 'অযোগ্য-র' পরীক্ষার্থীর।


সম্প্রতি বাম-তৃণমূলকে নিশানা করে সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, 'শুধু তৃণমূলের আমলেই নয়, ৩৪ বছর বাম অপশাসনেও হাজার হাজার চাকরি হয়েছে চিরকুটের মাধ্যমে। বিধানসভায় শুধু আসন ভাগাভাগি নয়, চাকরিও ভাগ করে নিত বিভিন্ন বাম দলগুলি।' কলকাতায় টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের বিরাট সমাবেশে এনিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন, 'পুলিশ না থাকলে TMC-কে খুঁজে পাওয়া যাবে না', ফের শুভেন্দুর নিশানায় মমতা


মমতা বলেছিলেন, 'আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে  পসা নিয়েছো , আর চাকরি দিয়েছো।  তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।' তৃণমূল সুপ্রিমোর সংযোজন ছিল সেবার, 'স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।'