দিলীপ ঘোষ, কলকাতা: বিজেপির (BJP) কোর কমিটির বৈঠকেও গরহাজির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)? সায়েন্স সিটির অনুষ্ঠানে থাকলেও গরহাজির শুভেন্দু, এমনটাই জানা গিয়েছিল। নাড্ডার (JP Nadda) সঙ্গে পঞ্চায়েত সম্মেলনেও দেখা গেল না শুভেন্দুকে, খবর সূত্রের । নাড্ডার সঙ্গে ২৪জনের কোর কমিটির বৈঠকে নেই শুভেন্দু, জানা গিয়েছে এমনটাই। সুকান্ত-দিলীপদের সঙ্গে নাম থাকলেও গরহাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা? সায়েন্স সিটির অনুষ্ঠান সেরে কাঁথি গিয়েছেন শুভেন্দু, খবর সূত্রের।
নিউটাউনের হোটেলে সাংগঠনিক বৈঠকে হাজির সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষ। ৪ সাধারণ সম্পাদক, ৩ পর্যবেক্ষক-সহ মিঠুন চক্রবর্তী হাজির।
অন্যদিকে, নিজের এলাকায় দলকে জেতাতে হবে, বার্তা শুভেন্দু অধিকারীর। 'শুধু মঞ্চে উঠে ভাষণ দিলে চলবে না, নিজের এলাকা নিজেকে ধরে রাখতে হবে। আমার এলাকায় ১৭টির মধ্যে ১১টি পঞ্চায়েত বিজেপির দখলে। পূর্ব মেদিনীপুরে ৮৪টি পঞ্চায়েতে জিতেছে বিজেপি', এমনটাই বার্তা শুভেন্দুর।
আরও পড়ুন, যাদবপুর ক্যাম্পাসে সিংহভাগ জায়গাতেই নেই CCTV! UGC-র নির্দেশিকার পরও কেন এই অবস্থা?
এদিকে, পরিবারতন্ত্রের অভিযোগে নাম না করে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বাংলার আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতন, একের পর এক অভিযোগ নিয়ে সুর চড়ালেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বললেন, বাংলা সংক্রান্ত সমস্ত রিপোর্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীকে দিয়েছেন। নাড্ডার তোলা যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
পাশাপাশি, পঞ্চায়েত ভোটে তৃণমূল যেভাবে রক্ত নিয়ে খেলেছে, তা গোটা দেশ দেখেছে। বিজেপির পঞ্চায়েতিরাজ সম্মেলনে, এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা, উত্তরপ্রদেশের ভোটে কেন বিরোধীদের লড়তে দেওয়া হয় না? পাল্টা প্রশ্ন তুলে জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রীও। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন!! সন্ত্রাস ইস্য়ুতে প্রধানমন্ত্রী এবং মুখ্য়মন্ত্রীর কার্যত সম্মুখসমর, এখনই সেই ভোটের দামামা বাজিয়ে দিল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে নিয়ে শনিবার থেকে শুরু হয়েছে বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতিরাজ সম্মেলন। হাওড়ার দেউলটিতে সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পঞ্চায়েতিরাজের অনুষ্ঠানেই বাংলার সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটের সন্ত্রাস নিয়ে সরব হন তিনি।