কলকাতা: যৌন হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ইতিমধ্য়েই তলব করেছে পুলিশ। আর এবার তন্ময় ভট্টাচার্য ইস্যু টেনে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বরানগরে তন্ময় ভট্টাচার্য ভোট কেটেই তৃণমূলকে জিতিয়েছে। তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে। তারপর আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। এরপর তৃণমূলের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে তন্ময় ভট্টাচার্য তৃণমূলের ঝান্ডা ধরবেন, মন্তব্য শুভেন্দু অধিকারীর।
তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। ২ জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। ঘটনায় প্রাক্তন সিপিএম বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি জারি করেছে সিপিএম। কেন এখনও গ্রেফতার করছে না পুলিশ? এক্স হ্যান্ডলে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। বরানগরের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে বরানগর থানাতেই এফআইআর করেছেন অভিযোগকারিণী।
তার ভিত্তিতে শ্লীলতাহানির দায়ে ২ টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার খবর আলিমুদ্দিনে পৌঁছতেই রবিবার সন্ধ্যায় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সিপিএম। রাতেই সিদ্ধান্ত জানিয়ে জারি করা হয় বিবৃতি।অভিযোগকারিণী মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে পরে ফেসবুক লাইভে সরব হন মহিলা সাংবাদিক।
আরও পড়ুন, প্রসূতি বিভাগে OT-তে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙল মরচে ধরা কাঁচি ! এবার SSKM-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ
অভিযোগকারী সাংবাদিক বলেন, 'অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।'যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।