কলকাতা: অনুব্রতর পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের ফের পথে নামার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবার আক্রমণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, "টাকা-সহ যাঁরা ধরা পড়ছে, তাদের বাঁচাতে প্রভাবশালীরা রাস্তায় নামছেন। কেষ্ট-অপা গেছে, প্রস্তুত হন, এরপর ভাইপোর সময় আসবে। সেদিন ফিরহাদ-অরূপও পাশে থাকবে না। বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। "প্রধানমন্ত্রীকে তুই বলেছেন! আমার নামে যা বলেছেন, ভবিষ্যতে তার উত্তর সুদে-আসলে দেব। কাশ্মীরে তেরঙ্গা যাত্রার অনুমতি লাগে না, এরাজ্যে লাগে।'' আক্রমণাত্মক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব বিরোধী দলনেতার: রবিবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর পাশাপাশি নাম না করে নরেন্দ্র মোদিকে নজিরবিহীন আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না নিলেও, তাঁর নিশানায় ছিল একদা তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীও। সোমবার তা নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিলেন শুভেন্দুও। সেইসঙ্গে হুঁশিয়ারিও।


গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে। বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। হুমকি দিয়ে বলছে, একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।’’ আর এদিন পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, “কাল মমতা কোনো স্বাধীনতা সংগ্রামীর কথা বলেছেন ওই অনুষ্ঠানে? বলেছেন এইট পাশ মাগুর মাছ বিক্রেতা, হাজার কোটির মালিক অনুব্রতকে নিয়ে।’’


তবে বাকযুদ্ধের ইতি এখানেই নয়। গতকাল নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বলেন তিনি? গতকাল মুখ্যমন্ত্রী বলেন, “বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ৯ কোটি টাকার চাল চুরি করেছে। আমি বলি হরিদাস। মমতা ২০ বছর চালই খায় না। সেসব কথা আবার শুনছে সব। এদের বিচার কোথায় হবে? এত বাড় বেড়ো না ঈশ্বর দেখে নেবে। এত বাড় বেড়ো না তৃণমূল লড়ে নেবে। কারও এলাকায় যাচ্ছে, মিটিং করছে, বলছে কাল তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে দেখবি। কে বলছে বিজেপি নেতারা, মীরজাফররা, গদ্দাররা। যাদের একদিন আমরা মায়ের আশ্রয় দিয়েছিলাম। নেচে নেচে কথা বলছে।’’ পাল্টা এদিন জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও। শুভেন্দু অধিকারী বলেন, "প্রধানমন্ত্রীকে তুই বলেছেন?  আমার নামে যা বলেছেন, ভবিষ্যতে তার উত্তর দেব। টাকা সহ যারা ধরা পড়ছে, তাদের বাঁচাতে। প্রভাবশকলীরা রাস্তায় নামছে। প্রস্তুত হন, এরপর ভাইপো ধরা পড়বে। ববি-অরূপও পাশে থাকবে না সেদিন।''


আরও পড়ুন: Partha Chatterjee: 'অনুব্রতর পাশে মমতা, কেউ আমার খোঁজ নিচ্ছে'? জেলে আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ