কলকাতা: 'বাম সরকারের সময় শিক্ষিত বেকারের সংখ্যা যা ছিল, তা দ্বিগুণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)', ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তার পরই ফের তৃণমূলনেত্রীকে আক্রমণ শানান  তিনি।


আর কী বলেছেন?
বিরোধী দলনেতার দাবি, 'গত বছরের অডিট রিপোর্ট সব রাজ্য পাঠিয়ে দিয়েছে। শুধু কেরল, পশ্চিমবঙ্গ পাঠায়নি। তা-ও ৯০ শতাংশ টাকা পাঠিয়ে দিয়েছে কেন্দ্র।' একাধিক সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ আসে না বলে বার বারই অভিযোগ করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। ফের তারই পাল্টা শোনালেন শুভেন্দু। একই সঙ্গে দুর্নীতির অভিযোগও শোনা যায় তাঁর মুখে। বলেন, 'বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে বড়মাপের দুর্নীতি হয়েছে। আধার সংযোগের কথা বলতেই বাংলায় ১ কোটি জব কার্ড বাতিল করেছে রাজ্য।' বস্তুত, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের পর তুমুল জল্পনা শুরু হয়। রাজনৈতিক মহলে চর্চা ছিল, তা হলে কি ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে ফের দাবি করবেন শুভেন্দু? সরব হবেন রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ নিয়েও? রাজনৈতিক মহলে যখন এমন জল্পনা, তখনই ফের দুর্নীতি প্রশ্নে রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা। তবে বাম আমলের সঙ্গে যে ভাবে তুলনা টানলেন,তা আলাদা করে নজর কেড়েছে অনেকেরই। বললেন, 'বাম সরকারের ঋণ ৩ গুণ বাড়িয়েছে তৃণমূল সরকার।বাম সরকারের সময় শিক্ষিত বেকারের সংখ্যা যা ছিল, তা দ্বিগুণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'


বিমান বসুর প্রশংসা..
হালেই প্রবীণ বাম নেতা বিমান বসুর ঢালাও প্রশংসা শোনা যায় শুভেন্দু অধিকারীর কথায়। বলেন, 'আমার সঙ্গে তো পলিটিক্যাল ডিফারেন্স রয়েছে... বিমানবাবু এখনও নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন...এসব পলিটিক্স হারিয়ে গিয়েছে।' স্বচ্ছ রাজনীতির কথা বলতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, তপন শিকদারের প্রসঙ্গও তুলে আনেন তিনি। প্রসঙ্গত, এর আগেও শুভেন্দুর মুখে বামেদের প্রশংসা শোনা গিয়েছিল। নন্দীগ্রামে বামেদের ভোটে জিতেছেন বলে জানিয়েছিলেন তিনি। বামেদের সকলে খারাপ নন বলেও মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, 'এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ক্ষমতায় ছিল ৩৪ বছর। আসনসংখ্যা ছিল ২৩৫। আপনাদের সঙ্গে নিয়ে অন্যায়, অত্যাচার সামলেছেন লক্ষ্মণ সেনরা। বামপন্থীরা সবাই খারাপ নন। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ, যাঁরা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলেই জিতেছি। অকপটে স্বীকার করছি সে কথা।' আরও এক বার বাম আমলের তুলনা শোনা গেল তাঁর মুখে।


আরও পড়ুন:'অভিষেকের নামে কুৎসা করলে, জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে', হুমকি তৃণমূল নেতার