উত্তর ২৪ পরগনা: নৈহাটির সভা থেকে শিক্ষক এবং পুর-নিয়োগে দুর্নীতির (Recruitement Scam) অভিযোগে তৃণমূলকে (TMC)  আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, অয়ন শীলের বাড়ি থেকে যা পাওয়া গেছে তাতে কেঁপে গেছে। টানাটানি তো সবে শুরু হয়েছে। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।


শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের সরকারি চাকরি, শিক্ষাকর্মীর চাকরি। সব খেয়ে নিয়েছে।২০০৯-এর টেট উত্তীর্ণ দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে যেদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। পার্থ চট্টোপাধ্যায়কে যেদিন ফের জেল হেফাজতে যেতে হল। সেদিনই শিক্ষক নিয়োগ-দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী


পুর নিয়োগ দুর্নীতি মামলায়, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার ১২টি পুরসভাকে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অবস্থায়, এদিন পুর নিয়োগ দুর্নীতি নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন তিনি। শুভেন্দু বলেন, 'অয়ন শীলের বাড়ি থেকে যা যা মাল বেরিয়েছে, এরা কেঁপে গেছিল। টানাটানি সবে শুরু হয়েছে, সব থেকে বেশি নিয়োগ হয়েছে তার মধ্যে নৌহাটি, খড়দা আছে। এদের অবস্থাও পার্থর মতো হবে।' 


প্রসঙ্গত, ফের খারিজ হয়ে গেল জামিনের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত জেল হেফাজত পার্থের। জামিনের জন্য যে আবেদন জানিয়েছিলেন তিনি, আগামী ৮ সেপ্টেম্বর আলিপুর আদালতে তার শুনানি রয়েছে। তবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল আদালত। পার্থ-র জামিনের আর্জি আবারও খারিজ হয়ে গেলেও, শনিবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


আরও পড়ুন, যাদবপুরে খুনের হুমকি চিঠিতে 'অধ্যাপকের' নাম ! GPO-র দ্বারস্থ পুলিশ


 পার্থের জামিনের বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা বার বার একই কারণ তুলে ধরছেন বলে মন্তব্য করলেন আলিপুর আদালতের বিচারক। CBI-এর উদ্দেশে তাঁর মন্তব্য, 'কী সব যে বলেন, এক একটা ভুল ধরতে শুরু করলে, কেঁদে কুল পাবেন না।' CBI তদন্ত নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন আলিপুর আদালতের বিচারক। গোয়েন্দাদের উদ্দেশে তিনি বলেন, 'একই কারণ দেখিয়ে কী ভাবে বার বার জামিনের আবেদন খারিজের পক্ষে সওয়াল করছেন? শেষ বারের কেস ডায়েরি দেখুন। আমাকে বোকা ভাববেন না। সময় নষ্ট করছেন শুধু। জামিন খারিজের জন্য নতুন কী সওয়াল? কেস ডায়েরি দেখুন আপনারা।'