Suvendu Adhikari: 'মাস্টারমাইন্ড মমতা', BJP-র প্রতিবাদ সভায় কী নিয়ে বিস্ফোরক শুভেন্দু ?
Suvendu Attacks Mamata: সন্দেশখালিকাণ্ডে ২৪ ঘণ্টা পার, এদিন ঝালদায় বিজেপির প্রতিবাদ সভায় ফের মমতার সরকারকে তীব্র আক্রমণ, কী বললেন বিরোধী দলনেতা ?
পুরুলিয়া: 'চোর মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে' ঝালদায় বিজেপির প্রতিবাদ সভায় এদিন তোপ দাগলেন শুভেন্দু। মূলত দোরগড়ায় লোকসভা ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে কেন্দ্রের মোদি সরকার এবং বিরোধী জোট ইন্ডিয়া। তার উপর চলতি মাসেই রাম মন্দিরের উদ্বোধন। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের বছরে শাসক-বিরোধী দুই তরফেই একাধিক ইস্যুকে ঢাল করে এগিয়ে চলেছে। তবে একাধিক ইস্যুর মধ্যে রাজ্যে সন্দেশখালির ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য-রাজনীতি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে। ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই। ইতিমধ্যেই এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
'মাস্টারমাইন্ড মমতা'
যদিও এই ঘটনার ২৪ ঘণ্টা পার, এদিন ঝালদায় বিজেপির প্রতিবাদ সভায় শুভেন্দু বলেন, 'এই দেশদ্রোহী শাহজাহানদেরকে নিকেশ করার জন্য বিজেপির সরকার, পশ্চিমবঙ্গে দরকার।' তিনি আরও বলেন 'চোরেদের জবাব দিতে হবে। বিভাজনের রাজনীতি করে তৃণমূল। সবাইকে নিয়ে উন্নয়ন করাই বিজেপির মূল মন্ত্র।' তবে এদিন ফের পৃথক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীকে দায়ি করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আসল নাটের গুরু। আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগানোর মাস্টারমাইন্ড।'
'বিভাজনের রাজনীতি'
প্রসঙ্গত, অতীতে একাধিকবার এই 'বিভাজনের রাজনীতি'-র অভিযোগ তুলে তোপ দেগেছে শাসক-বিরোধী উভয় রাজনৈতিক দলই। একুশ সালে গোয়ায় দাঁড়িয়ে মমতা বলেছিলেন, ‘বিভাজনের রাজনীতি করি না। বিভেদের রাজনীতিতে প্রশ্রয় দিই না। বিজেপি (BJP) মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে।’ তবে বারংবার পৃথক প্রেক্ষাপটে এই বিভাজনের রাজনীতির কথা উঠেছে।
'তোষণের রাজনীতি..'
একুশের বিধানসভা ভোটের সময় শীতলকুচিকাণ্ডেও এই অভিযোগ পিছু ছাড়েনি। সেবার অমিত শাহ বলেছিলেন, 'শীতলকুচিকাণ্ডে তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।।তৃণমূলের পক্ষ থেকে সেবার অমিত শাহর মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছিল। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন,'অমিত শাহ মিথ্যে কথা বলছেন। বিভাজনমূলক কথাবার্তা বলছেন তিনি।' কখনও আবার বিভাজনের রাজনীতি প্রসঙ্গে এসেছে 'সিএএ ' ইস্যুও।
আরও পড়ুন, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)