কলকাতা: ২৬০০০ চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court on SSC Scam) ধাক্কা খেল রাজ্য-এসএসসি-পর্ষদ। তারপরেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন X হ্যান্ডেলে একটি পোস্ট করে তোপ দাগেন তিনি।


শুভেন্দুর নিশানায় মমতা:
এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Recruitment Scam) তাঁর পোস্টে লিখেছেন, 'চাকরি-চোর বাঁচাতেই প্রায় ২৬ হাজারের চাকরি বলি। ইচ্ছে করেই অধিকাংশের চাকরি বলি দিয়েছেন মমতা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই এটার জন্য একমাত্র দায়ী।' তাঁর স্পষ্ট অভিযোগ, 'যোগ্যদের এই যন্ত্রণার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।'


তাঁর অভিযোগ, যাতে কোনওভাবে অযোগ্য আর যোগ্যদের আলাদা না রা যায়। তার জন্য পদক্ষেপও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই কারণে প্রমাণ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা তাঁর পোস্টে- ওই ওএমআর নষ্ট করার নির্দেশ- দাবি করে একটি বিজ্ঞপ্তির স্ক্যান কপিও দিয়েছেন। 


 






এর আগে কলকাতা হাইকোর্ট- ২০১৬ সালের এসএসসি-এর গোটা প্যানেলই বাতিল করেছে। তার ফলে চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জন শিক্ষক-শিক্ষাকর্মীর। এই নির্দেশের পরেই তুমুল ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ও নির্দেশ নিয়েও তোপ দেগেছিলেন তিনি।


কলকাতা হাইকোর্টের চাকরি-বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য-পর্ষদ এবং এসএসসি। সেই মামলায় এদিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য। ২০১৬র পুরো প্যানেল বাতিলের নির্দেশই আপাতত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ আপাতত সুপ্রিম কোর্টে বহাল থাকল। শুধু অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই-তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই-তদন্তে স্থগিতাদেশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ২৬ হাজার চাকরি-বাতিলের নির্দেশ বহাল! নিয়োগ-মামলা নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?