TET Protest LIVE : ১১ হাজার ৭৬৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

TET Recruitment Protest LIVE : আন্দোলনস্থল খালি করে পরিষ্কার করানো হয়েছে গোটা রাস্তাও

ABP Ananda Last Updated: 21 Oct 2022 09:38 PM

প্রেক্ষাপট

কলকাতা : রাত বাড়ার সঙ্গে সঙ্গে টের পাওয়া যাচ্ছিল উত্তাপ। মধ্যরাতে কার্যতই কুরুক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী (TET Recruitment Protest)। টেনে ধরে সেখান থেকে তুলে দেওয়া হল আন্দোলনকারীদের (TET Protest)।...More

TET Protest LIVE: পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ চাকরিপ্রার্থীদের

আচমকা মধ্যরাতে পুলিশি অভিযান, তারপর থেকেই TET আন্দোলনের ৩ নেতার খোঁজ পাচ্ছিলেন না সহ-আন্দোলনকারীরা। শেষমেষ দেখা গেল, তিনজনই ছিলেন থানায়। পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তাঁরা। এদিন, হাইকোর্টে গিয়ে, আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় ৩ আন্দোনকারীকে।