TET Protest LIVE : ১১ হাজার ৭৬৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

TET Recruitment Protest LIVE : আন্দোলনস্থল খালি করে পরিষ্কার করানো হয়েছে গোটা রাস্তাও

ABP Ananda Last Updated: 21 Oct 2022 09:38 PM
TET Protest LIVE: পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ চাকরিপ্রার্থীদের

আচমকা মধ্যরাতে পুলিশি অভিযান, তারপর থেকেই TET আন্দোলনের ৩ নেতার খোঁজ পাচ্ছিলেন না সহ-আন্দোলনকারীরা। শেষমেষ দেখা গেল, তিনজনই ছিলেন থানায়। পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তাঁরা। এদিন, হাইকোর্টে গিয়ে, আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় ৩ আন্দোনকারীকে।

TET Recruitment Protest LIVE: ১১ হাজার ৭৬৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

অনশন-আন্দোলনেও বদলাল না পর্ষদের সিদ্ধান্ত। ১১ হাজার ৭৬৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। বিকেল ৪টে থেকে খুলল আবেদনের পোর্টাল। টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। চাকরিপ্রার্থীদের দাবিকে মান্যতা দিল না পর্ষদ।

TET Protest LIVE: করুণাময়ীতে পুলিশি অভিযানের নিন্দা করে ট্যুইট করলেন অপর্ণা সেন

করুণাময়ীতে পুলিশি অভিযানের নিন্দা করে ট্যুইট করলেন অপর্ণা সেন। অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? প্রশ্ন অপর্ণা সেনের। 

TET Recruitment Protest LIVE: করুণাময়ীতে মধ্যরাতে পুলিশি অভিযানের প্রতিবাদে বিবৃতি বিশিষ্টদের

করুণাময়ীতে মধ্যরাতে পুলিশি অভিযানের প্রতিবাদে বিবৃতি বিশিষ্টদের। ‘এই ঘটনাকে ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের নাগরিকের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ’। বিবৃতি বিনায়ক সেন, অপর্ণা সেন, বিভাস চক্রবর্তী, কৌশিক সেনদের।

TET Protest LIVE: সল্টলেকে বিকাশ ভবনের সামনে করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাল এবিভিপি

সল্টলেকে বিকাশ ভবনের সামনে করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাল এবিভিপি। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দফায় দফায় এবিভিপি কর্মীরা বিকাশ ভবনের দিকে এগোতে যান।পুলিশ বাধা দিলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পুলিশ এবিভিপি কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। পুলিশ সূত্রে খবর, ১০ জনকে আটক করা হয়েছে।

TET Recruitment Protest LIVE: করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি জুলুমের অভিযোগ, প্রতিবাদে পথে বিজেপি

করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি জুলুমের অভিযোগ। প্রতিবাদে পথে বিজেপি। ধর্মতলায় মিছিল আটকাল পুলিশ। মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পালরা।

TET Protest LIVE: চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হস্তক্ষেপের দাবি সৌমিত্র খাঁ-র

চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হস্তক্ষেপের দাবি। হস্তক্ষেপের দাবিতে ধর্মেন্দ্র প্রধানকে চিঠি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। রাজ্যের শিক্ষা সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি সৌমিত্র খাঁ-র।

TET Recruitment Protest LIVE: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। গতকালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। ‘চাকরিপ্রার্থীদের আইনজীবীদের অনুপস্থিতিতে মামলায় শুনানি ও রায়দান’। হাইকোর্টের গতকালের নির্দেশ নিয়ে অভিযোগ চাকরিপ্রার্থীদের। গতকাল পুলিশের পক্ষ থেকে ধর্না তুলতে অমানবিক অত্যাচারের অভিযোগ। আজই মামলার শুনানির সম্ভাবনা।

TET Protest LIVE: টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে তোলা হল মীনাক্ষীকেও

SFI ও DYFI-এর কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী। আজ DYFI-এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বাম কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে করুণাময়ীতে আসেন। পুলিশ কর্মীরা বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন। এরপরই পুলিশ জোর করে বাম যুব কর্মীদের বাসে তুলতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। মীনাক্ষী দাবি তোলেন, কোন কোন জায়গায় ১৪৪ ধারা জারি আছে, পুলিশ তাঁদের জানাক। তাঁরা তার বাইরে কর্মসূচি করবেন। কয়েকজনকে টেনে, হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত মীনাক্ষীকেও টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।

TET Recruitment Protest LIVE: করুণাময়ীতে মধ্যরাতে পুলিশি অভিযানের প্রতিবাদে বিবৃতি বিশিষ্টদের

করুণাময়ীতে মধ্যরাতে পুলিশি অভিযানের প্রতিবাদে বিবৃতি বিশিষ্টদের । "এই ঘটনাকে ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের নাগরিকের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ।" বিবৃতি বিনায়ক সেন, অপর্ণা সেন, বিভাস চক্রবর্তী, কৌশিক সেনদের। সরকারকে আলোচনার মাধ্যমে জট কাটানোর আবেদন বিশিষ্টদের । আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের না করার অনুরোধ। বিবৃতিতে সই অনির্বাণ ভট্টাচার্য, সুমন মুখোপাধ্যায়, রেশমী সেন, ঋদ্ধি সেনদের।

TET Protest LIVE: SFI ও DYFI-এর কর্মসূচি ঘিরে রণক্ষেত্র করুণাময়ী

SFI ও DYFI-এর কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী। আজ DYFI-এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বাম কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে করুণাময়ীতে আসেন। পুলিশ কর্মীরা বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন। এরপরই পুলিশ জোর করে বাম যুব কর্মীদের বাসে তুলতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। 

TET Recruitment Protest LIVE: করুণাময়ীতে বলপূর্বক বিক্ষোভকারীদের তুলে দেওয়ার প্রতিবাদ রাজ্যজুড়ে, বামেদের বিক্ষোভ মিছিল দুর্গাপুরে

করুণাময়ীতে বলপূর্বক বিক্ষোভকারীদের তুলে দেওয়ার প্রতিবাদ রাজ্যজুড়ে। আগেই বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বাম ছাত্র যুবরা। বামেদের বিক্ষোভ মিছিল দুর্গাপুরে,
দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে অবরোধ।

TET Protest LIVE: করুণাময়ীকাণ্ডের জেরে সল্টলেক জুড়ে চলছে ধরপাকড়

করুণাময়ীকাণ্ডের জেরে সল্টলেক জুড়ে চলছে ধরপাকড়। অভিযোগ সাধারণ মানুষ, এমনকী ছাত্র-ছাত্রীদেরও বিনা কারণে আটক করেছে পুলিশ।

TET Recruitment Protest LIVE: কোনও মহিলা আন্দোলনকারীরকে গ্রেফতার করা হয়নি, দাবি পুলিশের

করুণাময়ীতে পুলিশি অভিযানের পর থেকে নেতৃত্বস্থানীয় ৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেন আন্দোলনকারীরা। পরে পুলিশ সূত্রে জানানো হয়, ওই তিনজন- অচিন্ত্য সামন্ত, অর্ণব ঘোষ ও অচিন্ত্য ধাড়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাঁদের রাখা হয়েছে বিধাননগর পূর্ব থানায়। এছাড়া প্রায় ১৫০ জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়। তবে কোনও মহিলা আন্দোলনকারীরকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে দাবি। মহিলাদের ধর্মতলা, শিয়ালদা ও হাওড়ায় পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি, পুলিশ সূত্রে খবর, যাঁদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছিল, তাঁদের পরে থানা থেকেই জামিন দেওয়া হয়।

TET Protest LIVE: করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ফের উত্তেজনা

করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। আজ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI। নির্দিষ্ট সময়ের আগেই জড়ো হতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। পুলিশও শুরু করে ধরপাকড়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম দফায় পুলিশ জানিয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

TET Recruitment Protest LIVE: বিধাননগর পূর্ব থানা থেকে বার করা হল ৩ নেতাকে

পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি। নিখোঁজ ৩ নেতা, অভিযোগ বিক্ষোভকারীদের। নিখোঁজ নয়, আটক, রাখা হয়েছে বিধাননগর পূর্ব থানায়, জানাল পুলিশ।
বিধাননগর পূর্ব থানা থেকে বার করা হল ৩ নেতাকে। বাইরে বার করা হল অচিন্ত্য সামন্ত, অচিন্ত্য ধাড়া ও অর্ণব ঘোষকে।

TET Protest LIVE: করুণাময়ীতে অভিযানের পর ৩ জন নিখোঁজ নয়, আটক, রাখা হয়েছে বিধাননগর পূর্ব থানায় : পুলিশ

পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি। নিখোঁজ ৩ নেতা, অভিযোগ বিক্ষোভকারীদের। নিখোঁজ নয়, আটক। রাখা হয়েছে বিধাননগর পূর্ব থানায়, জানাল পুলিশ।

TET Recruitment Protest LIVE: গোলমালের আশঙ্কায় এলাকায় মোতায়েন পুলিশবাহিনী

রাস্তায় এখনও লেখা আমরণ অনশন। পড়ে রয়েছে ব্যানার-প্ল্যাকার্ড। চারদিনের অবরোধ শেষে শুনশান করুণাময়ী। গোলমালের আশঙ্কায় এলাকায় মোতায়েন পুলিশবাহিনী।

TET Protest LIVE: 'অনশনকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার', ট্যুইট অপর্ণা সেনের

করুণাময়ীতে পুলিশি অভিযানের নিন্দা করে ট্যুইট করলেন অপর্ণা সেন। তিনি ট্যুইটে লিখেছেন, অনশনকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার। অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি।

TET Recruitment Protest LIVE: ৪দিনের অবরোধ শেষে শুনশান করুণাময়ী, গোলমালের আশঙ্কায় এলাকায় মোতায়েন পুলিশবাহিনী

রাস্তায় এখনও লেখা আমরণ অনশন। পড়ে রয়েছে ব্যানার-প্ল্যাকার্ড। চারদিনের অবরোধ শেষে শুনশান করুণাময়ী। গোলমালের আশঙ্কায় এলাকায় মোতায়েন পুলিশবাহিনী।

TET Protest LIVE: 'পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি ?' করুণাময়ীতে পুলিশি অভিযান নিয়ে ট্যুইট শুভেন্দুর

করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের পুলিশ অভিযান চালিয়ে তুলে দেওয়ার ঘটনার কড়া নিন্দা করে ট্যুইট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি লিখেছেন,  পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বলপ্রয়োগ করে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি?

TET Recruitment Protest LIVE: রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই, করুণাময়ীতে পুলিশি অভিযানের কড়া সমালোচনা দিলীপের

করুণাময়ীতে গভীর রাতে পুলিশি অভিযানের কড়া সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এই সরকার কাজও করতে দেবে না। তার বিরুদ্ধে আন্দোলনও করতে দেবে না। যাঁরা চাকরির জন্য আন্দোলন করছেন, তাঁদের নির্মমভাবে ধাক্কা মেরে তুলে দিয়েছে। তাঁর অভিযোগ, রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই। 

TET Protest LIVE: করুণাময়ীতে বেলা ১২টায় জমায়েতের ডাক এসএফআই-ডিওয়াইএফআই-এর

চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে রাতের অন্ধকারে পুলিসি অভিযান ঘিরে রণক্ষেত্র করুণাময়ী। আন্দোলনকারীদের নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। করুণাময়ীতে বেলা ১২টায় জমায়েতের ডাক এসএফআই-ডিওয়াইএফআই-এর।

TET Recruitment Protest LIVE: ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অভিযোগ ২০১৪-র টেট উত্তীর্ণদের

গভীর রাতে পুলিশি অভিযান। করুণাময়ীতে ধুন্ধুমার। ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। ২০১৪-র টেট উত্তীর্ণদের অভিযোগ, তাঁদের ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  ভোররাতে আটক চাকরিপ্রার্থীদের পুলিশ বাসে করে এনে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দেয়। তবে এ সব কিছুর পরও পিছু হটতে নারাজ তাঁরা। আজ ভোরেই ২০১৪-র টেট উত্তীর্ণদের একাংশ শিয়ালদা স্টেশন চত্বর থেকে ফিরে যান ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁদের অবস্থান মঞ্চে। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে আন্দোলনকারী মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, পুলিশ কীভাবে মহিলা আন্দোলনকারীদের ভোররাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দিল? তাঁদের নিরাপত্তা দেখবে কে? 

TET Protest LIVE: 'প্রতিজ্ঞা করছি, এই সরকারকে আর একটাও ভোট দেব না', ক্ষোভপ্রকাশ চাকরিপ্রার্থীদের

মধ্যরাতে ২০১৭-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভও তুলল পুলিশ। প্রথমে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আলোচনা। পরে বিক্ষোভকারীদের হঠাতে বলপ্রয়োগ পুলিশের। 'প্রতিজ্ঞা করছি, এই সরকারকে আর একটাও ভোট দেব না', ক্ষোভপ্রকাশ চাকরিপ্রার্থীদের

TET Recruitment Protest LIVE: পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি কয়েকজন অসুস্থ, নাক ফাটল একজনের

অনশনে ক্লান্ত, তবু মুখে প্রতিবাদের স্লোগান। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি। কয়েকজন অসুস্থ। নাক ফাটল একজনের।

TET Protest LIVE: মধ্যরাতে ২০১৭-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভও তুলল পুলিশ

মধ্যরাতে ২০১৭-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভও তুলল পুলিশ। প্রথমে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আলোচনা। পরে বিক্ষোভকারীদের হঠাতে বলপ্রয়োগ পুলিশের।

TET Recruitment Protest LIVE: জোর করে ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন ভেঙে দিল পুলিশ !

মধ্যরাতে করুণাময়ীতে তুলকালাম! জোর করে ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন ভেঙে দিল পুলিশ!! পুলিশি অভিযানে ভাঙল অনশনরত ক্লান্ত, অবসন্ন চাকরিপ্রার্থীদের প্রতিরোধ। 

প্রেক্ষাপট

কলকাতা : রাত বাড়ার সঙ্গে সঙ্গে টের পাওয়া যাচ্ছিল উত্তাপ। মধ্যরাতে কার্যতই কুরুক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী (TET Recruitment Protest)। টেনে ধরে সেখান থেকে তুলে দেওয়া হল আন্দোলনকারীদের (TET Protest)। বেশ কয়েক জনকে আটক করে তোলা হল প্রিজন ভ্যানে। শুধু তাই নয়, আন্দোলনস্থল খালি করে পরিষ্কার করানো হল গোটা রাস্তাও (Kolkata News)।


আন্দোলন চলাকালীন খবরের কাগজ-সহ টুকটাক যা ছিল আন্দোলনকারীদের কাছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রাস্তায়। আন্দোলনকারীদের হটানোর পর সব সাফ করতে তৎপর হয় পুলিশ। সেই মতো ঝাঁটা নিয়ে এগিয়ে আসতে দেখা যায় কয়েক জনকে। আন্দোলনস্থলে পড়ে থাকা কাগজপত্র, টুকরো-টাকরা জিনিস, ঝাঁট দিয়ে রাস্তার একপাশে জড়ো করেন তাঁরা। 


আনন্দলোক হাসপাতাল এবং এপিসি ভবনের সামনে করুণাময়ী-সেক্টর ফাইভ সংযোগকারী মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাতে সেখানে পুলিশি সক্রিয়তা বাড়তে শুরু করে। মাইকিং করে জানানো হয়, ওই জায়গায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। সেখানে পাঁচ বা তার বেশি সংখ্যাক মানুষের জমায়েত আইনত নিষিদ্ধ। কলকাতা হাইকোর্ট তার নির্দেশেই ওই জায়গায় ১৪৪ ধারা আইনানুগভাবে বলবৎ করা হয়েছে বলে জানানো হয়। 


আন্দোলনকারীদে সরতে দুই মিনিট সময় দেয় পুলিশ। এর পরই শুরু হয় টেনে তুলে দেওয়ার কাজ। তাতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। বেশ কয়েক জন চোট পান বলেও অভিযোগ। আন্দোলনকারীদের তিনটি প্রিজন ভ্য়ানে তোলা হয়। অসুস্থ এক আন্দোলনকারীকে তোলা হয় অ্য়াম্বুল্যান্সে। প্রিজন ভ্য়ান থেকে এক আন্দোলনকারী বলেন, "এই সরকারকে আর একটিও ভোট নয়।"


এ নিয়ে প্রশ্ন করলে পুলিশের এক আধিকারিক বলেন, "বেআইনি জমায়েত ছিল। আটক করা হয়েছে।" কেন আন্দোলন তোলা হল, কার নির্দেশে তোলা হল, তা নিয়ে মন্তব্য করতে চাননি ওই আধিকারিক। ডিসিপি যা জানানোর জানাবেন বলে জানান। তবে জানা যায়, আন্দোলনকারীদের আটক করা হয়েছে। বিধাননগর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক জনকে নিউটাউন থানাতেও নিয়ে যাওয়া হয় বলে খবর। এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে, তাই সকলকে তুলে দেওয়া হয়েছে বলে জানান ওই পুলিশ আধিকারিক। এর পরই এলাকা খালি হলে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয় রাস্তা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.