কলকাতা: করোনার বাড়বাড়ন্ত কমেছে। স্বস্থির নিঃশ্বাস ছাড়়ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে মাত্র ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৬ জন। তবে তার থেকেও বড় খবর হল যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূন্য। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫৮৭।
গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন মোট ৯০ জন। মৃতের সংখ্যা ছিল ২। মোট ১৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এই সংখ্যাটা এদিন কমলেও আক্রান্ত ও মৃতের সংখ্যাটাও কমেছে একইভাবে। মোট ১৯ লক্ষ ৯৩ হাজার ১৪৫ জন মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও কমল করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫ হাজার ৪৭৬ জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ৫ হাজার ৯২১।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের বুলেটিন অনুযায়ী, কমেছে মৃতের সংখ্যাও। গত একদিনে মৃত্যু হয়েছে ৬৬ জনের। তার আগের দিন মৃতের সংখ্যা ছিল ১৫৮ জন(COVID Deaths)। এক দিন আগে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৯।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ১০২ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৬৭ হাজার ৩১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৬২০ জন।
এদিকে ভারতে ফের কোভিড ঢেউয়ের আশঙ্কার কথা শুনিয়েছে আইআইটি কানপুরের (iit kanpur) গবেষক দল। দেশে তৃতীয় ঢেউ ক্রমশ কমতে শুরু করেছে। ছন্দে ফিরছে সাধারণ জনজীবন। স্কুল-কলেজও খুলেছে। কিন্তু ফের আশঙ্কা গবেষকদের দাবি ঘিরে।
আরো পড়ুন: মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ার অভিযোগ, শিক্ষকের মুখে কালি অভিভাবকদের