রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগণা: করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এলাকায়। তাই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল প্রশাসন। আগামী শনিবার ৮ জানুয়ারি বারুইপুর পৌর এলাকার সমস্ত বাজার দোকান ও মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।


বারুইপুর পৌর এলাকায় ক্রমবর্ধমান করোন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুধবার বিকেলে বারুইপুর মহকুমা শাসক দফতরে এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার উপ মুখ্য প্রশাসক, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়কের প্রতিনিধি, এসডিপিও বারুইপুর, আইসি বারুইপুর ও বারুইপুর পৌর এলাকার বাজার গুলির সমিতির সভাপতি। এরপরই মহকুমা শাসক সুমন পোদ্দারের নেতৃত্বে এই বৈঠকে আগামী শনিবার বারুইপুর পৌর এলাকার সমস্ত বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালেও করোনার থাবা। মাত্র তিনদিনেই ক্যানিং মহকুমা হাসপাতালের আটজন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। এছাড়া বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত তিনদিনে ক্যানিং মহকুমা হাসপাতালে ১৬ জন করোনা আক্রান্ত হলেন। এইভাবে চলতে থাকলে অচিরেই ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা।


এদিকে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৪ হাজার পার! রাজ্যে একদিনে করোনায় ১৪ হাজার ২২জন আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ১৭জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ১৭০। শুধু কলকাতাতেই একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।


গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯,০৭৩ জন। আজ সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৭৮,৩৩২। এই সময় পর্বে রাজ্যে করোনামুক্ত  হয়েছেন, ৬৪৩৮ জন। সরকারি হিসেবে আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ (corona Active Case) কেস ৭৫৬৭ জন। আজ সুস্থতার হার (Discharge Rate), ৯৬.৮৫ শতাংশ।


আরও পড়ুনঃ কলকাতায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ, NRS-RG Kar হাসপাতালে আক্রান্ত শতাধিক চিকিৎসক-নার্স