কলকাতা: সেই পরিচিত দৃশ্য। বসে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। আর তাঁর চুলে চিরুনি চালিয়ে সযত্নে আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। 'বেলাশেষে' ধারাবাহিকের এই দৃশ্য গেঁথে রয়েছে সবার মনে। বয়সকালের সেই অমলিন সম্পর্কের রসায়নে মজেছিলেন আট থেকে আশি। সেই মুগ্ধতার রেশ টেনেই প্রকাশ্যে এল নতুন ছবি 'বেলাশুরু'-র প্রথম ঝলক।


সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন 'উইন্ডোজ'-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে নতুন ছবি 'বেলাশুরু'-র ছোট্ট একটা অংশ। ৫৭ সেকেন্ডের ছোট্ট ভিডিও জুড়ে গমগম করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কিংবদন্তি কন্ঠস্বর। সংলাপে তিনি বলছেন, 'বিয়ে সম্পর্কে তোমার ধারনাটা কী? ওটা একটা দমবন্ধ করা ফাঁস? একটা বন্ধন যা থেকে তুমি বেরোতে পারছো না? আর তখনই রবীন্দ্রনাথের গানের সেই কথাগুলো তোমার কানে মঙ্গলমন্ত্র হয়ে বাজবে..কত দুঃখ আছে.. কত অশ্রুজল..'


নস্ট্যালজিয়া উস্কে ফের একবার নেটদুনিয়া মজেছে কিংবদন্তির সেই ম্যাজিক কন্ঠে। ২০ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবি। মৃত্যুর পর এই ছবির হাত ধরেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তকে নতুন করে পর্দায় ফিরে পাবেন দর্শক।


আরও পড়ুন: না জেনেই সোলাঙ্কির সঙ্গে 'গাঁটছড়া' বাঁধলেন গৌরব, কোন মোড়ে গল্প?


গত বছরেই চারটি ছবি মুক্তির ঘোষণা করা হয়েছিল 'উইন্ডোজ'-এর তরফ থেকে। এদের মধ্যে একটি হল 'বেলাশুরু'। বাকিগুলি হল - 'বাবা, বেবি ও..' ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। 


লক্ষ্মীছেলে: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবি মুক্তি পাবে ২০২২ সালের ১৭ জুন। এই ছবিতে অভিনয় করেছেন কৌশিকের পুত্র উজান গঙ্গোপাধ্যায়। প্রত্যন্ত গ্রামে এক সদ্যোজাত শিশুকে  ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। 


হামি ২: স্কুলের বন্ধুত্ব ও সম্পর্কের গল্প নিয়ে ২০১৮ সালে তৈরি হয়েছিল ‘হামি’। অন্য ধারার এই ছবি মন জয় করেছিল দর্শকদের। সেই সাফল্যকে মাথায় রেখেই দ্বিতীয় দফার ভাবনা পরিচালক জুটির। ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। পর্দায় ফের মন জয় করতে আসছে লাল্টু মিতালি জুটি। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন গার্গী রায়চৌধুরী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।