কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই ফের শহরে আগুন লাগার ঘটনা ঘটল। এদিনই তিলজলায় (Tiljala Fire Incident) একটি পরিত্যক্ত কাঠের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দেওয়াল ধসে পড়ে। দেওয়াল ধসে আহত হয়েছেন ৩ জন দমকল কর্মী।


কী কারণে আগুন?
জখম দমকল কর্মীদের একজনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আগামীকাল সবদিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে দমকলের তরফে।


এদিনই বিকেলে আগুন লেগেছিল কলকাতা মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন (Fire Incident)। এইচআইভি চিকিৎসার আউটডোরে চারতলায় আগুন লাগে। বিকেল ৫.৩০ নাগাদ আগুন লেগেছিল, সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয়। এমসিএইচ বিল্ডিংয়ে হেমাটোলজি, মেডিসিন, কার্ডিওলজি বিভাগও আছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সব ঘর ফাঁকা করে দেওয়া হয়েছিল। অন্ধকারে ঢেকে গিয়েছিল এলাকা। পরে আলোর ব্যবস্থা করা হয়। ঝাঁঝালো গন্ধের ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা।  এক প্রত্যক্ষদর্শী বলেন, 'ভীষণ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। আমরা ধোঁয়া দেখলাম। ধোঁয়া দেখে সরে এলাম আমরা।' কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী বলেন, 'একটু ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের হেমাটোলজিতে কিছু এসি গড়বড় করছিল। এর আগেও ধোঁয়া বেরনোর ঘটনা ঘটেছিল। PWC, সিভিল সবাইকে দেখানো হয়েছিল। সব ঠিক ছিল। যদিও এমন ঘটনা ঘটেছিল। আমরা সব দেখছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই সব সামলে আনা যাবে। আমরা দেখছি কী করা যায়।'       


এবারও প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও কলকাতা মেডিক্যাল কলেজে আগুন লেগেছিল। সেবার মেডিক্যাল কলেজের ইউপিএস রুমে আগুন লেগেছিল। বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার হয়েছিল। রাজ্যে একাধিকবারই সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরেই মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লেগেছিল। ভোর সাড়ে ৪টে নাগাদ চারতলা বিল্ডিংয়ের নীচের তলায় ইলেকট্রিক প্যানেল বক্সে আগুন লেগেছিল। ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা বিল্ডিং। 


বাসে আগুন:
ময়নাগুড়িতে বাসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এনবিএসটিসির বাসে আগুন লাগে। কোনওক্রমে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা।


আরও পড়ুন: 'হাত ধরে গান করুন এই জেল যদি না শেষ হয়', পার্থ-জ্যোতিপ্রিয়কে কটাক্ষ সুকান্তর