কৃষ্ণেন্দু অধিকারী, আশিস বাগচী ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : সাগরদিঘির উপনির্বাচনের (Sagardighi By Election) প্রাক্কালে যে অভিযোগ তুলেছিলেন, পঞ্চায়েত ভোটের (Panchyat Election 2023) মুখেও সেই একই অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যে সেটিংয়ের অভিযোগ তোলে বাম-কংগ্রেস। এবার, সেই সেটিংয়ের অভিযোগে কংগ্রেসকে বিদ্ধ করলেন অভিষেক। ফের তুললেন বিজেপির সঙ্গে তলেতলে কংগ্রেসের সেটিংয়ের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না অমিত শাহের পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের বোঝা দরকার।'


শুরুটা হয়েছিল, সাগরদিঘির উপনির্বাচনের আগে। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে মীরজাফর এবং গদ্দারের মতো শব্দবন্ধে আক্রমণ করেন অভিষেক। এই একই সুরে এদিনও মালদায় দাড়িয়ে অধীর চৌধুরীকে (Adhir Choudhury) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বলেছেন, 'নরেন্দ্র মোদির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে অমিত শাহ বলছে আমরা বাংলায় NRC করব, সেই অমিত শাহর অধীনে যে CRPF, যে অমিত শাহকে সুরক্ষা দিচ্ছে, সেই একই CRPF গিয়ে অধীর চৌধুরীকে সুরক্ষা দিচ্ছে, অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না, অধীর চৌধুরী অমিত শাহর পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের জানা দরকার। যদি আপনি দেখাতে পারেন, গত ১০ বছরে অধীর চৌধুরী ১০০ দিনের কাজের জন্য একটা বৈঠক দিল্লির বুকে করেছে, আমি মালদায় আজীবন পা রাখব না। ২০১৯ সালে খগেন মূর্মূ ও আবু হাসেম খান জিতেছিল মালদা। একদিকে বিজেপি, আর একদিকে কংগ্রেস। এরা বাংলার জন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর প্রকল্প আনেনি।' পাল্টা অধীর চৌধুরীর আক্রমণ, 'খোকাবাবুকে বলব, জেনে বুঝে কথা বল ভাই। একবার মুখ্যমন্ত্রীকে বলুন অল পার্টি মিটিং ডাকতে।'


আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়


তীব্র বাগযুদ্ধের পর, সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে জয়লাভ করেছিল, বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। সামনে, পঞ্চায়েত ভোট সেখানে কী হয়, সেটা জানা যাবে ভোটের ফল বেরনোর পর।                                                     


আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস