হিন্দোল দে, কলকাতা: মে দিবসে সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে তৃণমূল (TMC) ও সিপিএমের (CPM) সংঘর্ষ কাশীপুরে (Cossipore Clash)। ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। সিপিএমের (CPM) দাবি, মে দিবস উপলক্ষ্যে দমদমের সেভেন ট্যাঙ্কস লেনে (Dumdum Seven Tanks Lane) দলীয় দফতর পুনরুদ্ধারে যান কাশীপুর-বেলগাছিয়া এরিয়া কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় শান্তনু সেনের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। পার্টি অফিস পুনরুদ্ধারে বাধা দেয়। ঘটনাস্থলে পৌছেছে সিঁথি থানার পুলিশ।


কী ঘটল?
বামেদের অভিযোগ, এদিন মে দিবস উপলক্ষ্যে সেভেন ট্যাঙ্কস লেনে তৃণমূলের যে দফতর রয়েছে, সেটি দখল করতে কাশীপুর বেলগাছিয়া ৩ নম্বর এরিয়া কমিটির সদস্যরা এসেছিলেন। বামেদের অভিযোগ, ২০১৬ সালে সিপিএমের হাত থেকে অফিসটি তৃণমূল দখল করে নেয়। এদিন মে দিবস উদযাপনের সেই অফিসই 'পুনর্দখল' করতে এসেছিলেন এরিয়া কমিটির সদস্যরা। এই ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়েই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর অনুগামীরা সেখানে পৌঁছে যান। আসেন তৃণমূল সাংসদ শান্তনু সেনের অনুগামীরাও। অভিযোগ, দু'তরফের অনুগামীরা একত্রিত হয়েই বাম কর্মী-সমর্থকদের মারধর করে। শুধু তাই নয়। এলাকার একসময়ে সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা, দুলাল বন্দ্যোপাধ্যায়কেও মারধর করা হয় বলে অভিযোগ।  ঘটনার পর এলাকাস্থলে বামেদের আনা হোর্ডিং পড়ে থাকতে দেখা যায়। যদিও তৃণমূলের দাবি, তাদের কর্মী-সমর্থকদের উপরই মারধর চালিয়েছেন বাম কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় সিঁথি থানার পুলিশ। 


এক অভিযোগ বরানগরে...
সপ্তাহখানেক আগে বরানগরে সিপিএম-এর দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘিরে একই রকম হইচই শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে লাল শিবির। গত সপ্তাহে, শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে এদিক ওদিক। ছাইয়ের স্তূপ জমা হয়ে রয়েছে। মালা পরানো অবস্থায় চোখে পড়ে লেনিনের একটি ছবিও। এই অগ্নিকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। CPM-এর অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করে। স্থানীয় সিপিএম নেতৃত্ব জানান, গত শনিবার লেনিনের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছিল। দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন অনেকেই। অনুষ্ঠান মিটতে বাড়ি ফিরে যান সকলে। তার পরই দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর কানে পৌঁছয় তাঁদের। তড়িঘড়ি সকলে এসে পৌঁছন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। নিজে থেকে জল নিয়েও হাজির হন সকলে। 


আরও পড়ুন:কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি