আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: 'দিল্লি চলো' অভিযান নিয়ে চূড়ান্ত তৎপরতা তৃণমূলের অন্দরে (TMC)। কিন্তু গোড়াতেই তাতে বাধাপ্রাপ্ত হতে হল তাদের। কারণ বিশেষ ট্রেনের পর এবার বিমানও বাতিলের অভিযোগও সামনে এল। যে কারণে বকেয়া টাকার দাবিতে 'দিল্লি চলো' অভিযানে ফের মোদি সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। (TMC Delhi Chalo)
তৃণমূলের দাবি, রবিবার সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে ভিস্তারার ইউকে ৭৩৮ বিমানে যাওয়ার কথা উত্তর ২৪ পরগনার প্রায় ১২০ জন তৃণমূল নেতা-কর্মীর। কিন্তু আচমকা, সেই বিমান বাতিল করেছে ওই বিমান সংস্থা।
১০০ দিনের কাজের বকেয়া টাকা মিলছে না বলে সেই অভিযোগে শনি এবং রবিবার দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে জোড়াফুল শিবিরের। তার অনুমতি জোগাড় নিয়েও সমস্যা দেখা দেয়। দিল্লি পুলিশ বার বার অনুরোধ ফেরায় বলে জানা যায়। এবার অভিযানের আগে দিল্লি রওনা দেওয়ার পথেও বাধা আসছে বলে তৃণমূলের অভিযোগ।
তৃণমূলের দাবি, তাদের ধর্না-আন্দোলন আটকাতে বিজেপি ষড়যন্ত্র করছে। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ট্রেন ক্যানসেল করেও শান্তি। দিল্লি অভিযান এত ভয় পাচ্ছে। প্লেনও ক্যানসেল করছে। ১৩০ জন তৃণমূল কর্মী কাল বিকেলে প্লেন যাচ্ছিলেন। সেই প্লেন ক্যানসেল করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি ভয়ে কাঁপছে, তৃণমূল কংগ্রেস দিল্লিতে আসছে বলে।"
দলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রথমে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল যে বিশেষ ট্রেনের, আচমকা তা বাতিল করে দেওয়া হল, যাতে ২ এবং ৩ তারিখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়া না যায়, বাংলার প্রাপ্য কোটি কোটি টাকার দাবি জানানো না যায়। এখন বিমানই বাতিল করে দেওয়া হল! যত পারেন চেষ্টা করুন, আমরা আপনাদের দেখে নেব'।
আগাগোড়াই তৃণমূলের 'দিল্লি চলো' অভিযানকে কটাক্ষ করে আসছে বিজেপি। ট্রেন এবং বিমান বাতিলের অভিযোগ নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছে তারা। রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "চূড়ান্ত হতাশা থেকে এসব বলছে ওরা।" এদিকে, বিমান সংস্থার দাবি, প্রযুক্তিগত কারণেই বিমান বাতিল করতে হয়েছে।
এর আগে, দিল্লিযাত্রার জন্য তৃণমূলের চাহিদা মতো বিশেষ ট্রেন পাওয়া যাবে না বলে জানিয়ে দেয় রেল। ট্রেন না মেলায় শনিবার একের পর এক বাস তৃণমূল কর্মীদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। শনিবার বেলা গড়ালে, দিল্লি যাওয়ার জন্য তৃণমূল নেতা-কর্মীদের জন্য বুক করা বিমান বাতিল নিয়ে সরগরম রাজনীতি।