Didir Suraksha Kabach: 'দুয়ারে সরকার'-র পর ‘দিদির সুরক্ষাকবচ’, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নয়া প্রকল্প, কী সুবিধে মিলবে
TMC Launches Didir Suraksha Kabach : দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাঁদের অভিযোগ- অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা।
কলকাতা : দুয়ারে সরকার -এর পর তৃণমূল কংগ্রেসের অপর প্রকল্প ‘দিদির সুরক্ষাকবচ’। এই প্রকল্পের উদ্দেশ্য পার্টির সঙ্গে যোগাযোগ তৃণমূল স্তরের সঙ্গে আরও মজবুদ করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ' এবার মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল কংগ্রেস'।
' সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে'
গ্রামে গ্রামে গিয়ে নেতারা রাত্রিবাস করবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিলেন। বললেন, ' নিচের স্তরে যাতে কাজ আটকে না থাকে, তা দেখা হবে এর মাধ্যমে' । তৃণমূল নেত্রী বললেন, ' সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে'। দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাঁদের অভিযোগ- অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা।
' ভোটের কথা মাথায় রেখে কিছু করি না'
দুয়ারে সরকারের মাধ্যমে আগেই মানুষের দুয়ারে পৌঁছেছে রাজ্য সরকার। এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে, মানুষ সব সুবিধে পাচ্ছে কি না , তা দেখা হবে এই প্রকল্পের মাধ্যমে। যদিও তিনি বললেন, ' ভোটের কথা মাথায় রেখে কিছু করি না'।
এছাড়াও পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু'মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে। Google Play থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
সেই সঙ্গে তাঁর কথায় এল বিভিন্ন সরকারি প্রকল্পের কথা। বললেন, ' আমরা ঐক্যবদ্ধ ভারত, বৈচিত্রের মধ্যে ঐক্যের পক্ষে'
। ১০০ দিনের কাজে ৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। ২ হাজার কোটি টাকা খরচ করে নতুন করে ৪৮ লক্ষ কর্মদিবস তৈরি করেছে রাজ্য'
View this post on Instagram
অন্যদিকে সকলের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এদিন 'দিদির দূত' অ্যাপের কথা। রাজনৈতিক মহলের ধারণা, ভোটকে পাখির চোখ করে আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু'মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে। Google Play থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।