শুভেনদু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শনিবারের মেগা ডুয়েলে, ইডি-সিবিআই নিয়ে, তীব্র বাগযুদ্ধে জড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারী (TMC vs BJP)। আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে চ্য়ালেঞ্জ ছুড়ে অভিষেক বললেন, যত ইডি-সিবিআই লাগাবে, তৃণমূলের লড়াই তত তীব্র হবে। পাল্টা ময়নার সভা থেকে ধেড়ে ইঁদুর ধরার হুঁশিয়ারি শোনা গেল বিরোধী দলনেতার গলায় (Abhishek Banerjee vs Suvendu Adhikari)।


শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন অভিষেক


আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। সেখানে ১০০ দিনের কাজের টাকা থেকে বাংলার প্রাপ্য বকেয়া আটকে রাখা নিয়ে বিজেপি এবং কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে প্রাপ্য ছিনিয়ে আনবেন বলেও জানিয়ে দেন। অন্য দিকে, ময়না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু ঘোষণা করেন যে, তৃণমূলকে হটিয়ে বাংলায় বিজেপি সরকার গড়বেই। আর বিজেপি অতীত ভোলে না। সুদে-আসলে সব তুলতে না পারলে রাজনীতিই ছেড়ে দেবেন।


আলিপুরদুয়ার থেকে ময়নার ভৌগলিক দূরত্ব প্রায় ৭৫০ কিলোমিটার। কিন্তু এ দিন সেই দূরত্ব কার্যত ঘুচে গেল আক্রমণ এবং পাল্টা আক্রমণের ঝাঁঝে। শনিবার বঙ্গ রাজনীতি জমে উঠল মেগাডুয়েল ঘিরে। আর সেই উত্তপ্ত বাগযুদ্ধে বারবার ঘুরে ফিরে এল সিবিআই এবং ইডি-র প্রসঙ্গ। একদিকে অভিষেককে বলতে শোনা গেল, "সিবিআই, ইডি দিয়ে কিছু হবে না। তৃণমূল বিশুদ্ধ লোহা। যত এসব লাগাবে, তৃণমূলের লড়াইয়ের ভাষা তত তীব্রতর হবে।" অন্য দিকে, শুভেন্দু বললেন, "বড় ধেড়ে ইঁদুরকে ধরব। ওঁর অবস্থা মধুকোরার মতো হবে, মণীশ সিসৌদিয়ার মতো হবে।"


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘মানুষের অধিকারের টাকা আটকে রাখে, এমন নেতা দেখেছেন কখনও’! দিল্লি থেকে বকেয়া ছিনিয়ে আনার হুঁশিয়ারি অভিষেকের


শুধু এইটুকুতেই যদিও থামেননি দুই পক্ষ। প্রকাশ্য সভায় এ দিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন অভিষেক। বলেন, "এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, কথায় কথায় ইডি সিবিআই দেখান। সরকারটা চলছে ইডি সিবিআইয়ের জোরে। ক্ষমতা থাকলে তদন্ত করুন, যারা যুক্ত তাদের গলা ধরে জেলে ঢোকান, কিন্তু, মানুষের টাকা ছাড়তে হবে।" অন্য দিকে, নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরেদের মক্ষীরানি' বলেও উল্লেখ করেন তিনি।


তৃণমূল এবং বিজেপি-র এই দ্বৈরথ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম

যদিও তৃণমূল এবং বিজেপি-র এই দ্বৈরথ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "যে লুঠ বাংলায় চলছে, তার সবচেয়ে বড় অংশাদীরের নাম শুভেন্দু অধিকারী। আর গোটা তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত। স্বাভাবিক ভাবেই একটু বেশি জানেন শুভেন্দু। নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন ঠিকই। তিনি তৃণমূলকে হঠাতে চান। কিন্তু তৃণমূলকে হটিয়ে বিজেপি-কে আনা মানেও তো তৃণমূলকেই আনা!" এ দিনও 'নো ভোট টু তৃণমূল' লেখা জামা পরেই মঞ্চে ওঠেন শুভেন্দু।  চৈত্রের তাপে এমনিতেই ফুটছে বাংলা। তার মধ্য়ে থার্মোমিটারের পারদ আরও চড়াচ্ছে রাজনীতির উত্তাপ।