সৌভিক মজুমদার, কলকাতা: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate/ED) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর অভিযোগ, চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার কথা ছিল তাঁর। তাই ওই ক'টি দিন বাদ দিয়ে অন্য় দিন তাঁকে অন্য দিন হাজিরার জন্য ডাকার আর্জি জানিয়েছিলেন। কিন্তু অভিষেকের দাবি, তাঁকে দেশের বাইরে যেতে দেওয়ায় আপত্তি তুলেছে ইডি। বৃহস্পতিবার দুপুরে তাঁর আবেদনের শুনানি আদালতে।


ইডি-র বিরুদ্ধে আদালতে অভিষেক


অভিষেকের আইনজীবী মারফত জানা গিয়েছে, সম্প্রতি ইডি-কে চিঠি দিয়েছিলেন অভিষেক। জানিয়েছিলেন, ৩ মার্চ থেকে ১০ জুনের মধ্যে কয়লাকাণ্ডে যেন হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। কারণ হিসেবে জানিয়েছিলেন চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনার কথা। কিন্তু পাল্টা চিঠিতে অভিষেক যেন দেশের বাইরে না যান, জানিয়ে দেয় ইডি। ইডি-র এমন আচরণের বিরুদ্ধেই আদালতে গিয়েছেন অভিষেক। 


আরও পড়ুন: National Herald Case : বিদেশে রয়েছেন, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র কাছে সময় চাইলেন রাহুল


জানা গিয়েছে, এমনিতেই চোখের সমস্যা রয়েছে। তাই দুবাইয়ে চিকিৎসা করাতে যেতে চেয়ে  চিঠি দিয়েছিলেন। জানিয়েছিলেন, ৩ থেকে ১০ জুন পর্যন্ত সময় বাদ রাখা হোক। পরে যে কোনও সময় হাজিরা দিতে, তদন্তে সবরকম সাহায্য় করতে প্রস্তুত তিনি।  কিন্তু ইডি জানায়, অভিষেকের বিদেশযাত্রপায় আপত্তি রয়েছে তাদের। এর পরই উপায়ান্তর না দেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। 


সম্প্রতি আদালতের ভূমিকা নিয়ে সরব হন


উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়েই সম্প্রতি সরব হন অভিষেক। একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায়, আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। জানান, আদালতের ১ শতাংশ মানুষ কার্যত তল্পিবাহক হিসেবে কাজ করছেন। নাম না করে বলেন,  আদালত আসলে খোষামোদ করছে কেন্দ্রের বিজেপি সরকারকে। সেই নিয়ে বিতর্কের মধ্যেই আদালতের দ্বারস্থ হলেন তিনি।


আরও পড়ুন: Anubrata Mondal: ভোট পরবর্তী হিংসার মামলায় চতুর্থবারের জন্য তলব অনুব্রত মণ্ডলকে | Bangla News