তুহিন অধিকারী, সোনামুখী: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। প্রতিদিনই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। এর মাঝেই দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাঁকুড়া (Bankura) জেলার সোনামুখী (Sonamukhi) ব্লকের একজন তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিত ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে সোনামুখী থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতে সোনামুখী ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তথা সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ সত্যনারায়ণ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। 


আরও পড়ুন: Money Fraud: ক্রাইম ব্রাঞ্চের ফোন? সাবধান! হাওড়ার সরকারী কর্মচারীর সাড়ে ৭ লক্ষ টাকা গায়েব, তারপর?


স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল নেতার গাড়ির চালকের কাজ করেন নির্যাতিতা ওই ছাত্রীর পিতা। সেই সুবাদে ওই ছাত্রী তৃণমূল নেতা সত্যনারায়ণ মিশ্রকে দাদু বলে ডাকতো। গত কয়েকদিন আগে দুর্বলতার সুযোগ খোঁজে অভিযুক্ত ওই তৃণমূল নেতা। 


আর তা পেতেই পাশের গ্রামের ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ঘরে সাতদিন আটকে রেখে বারবার যৌন নির্যাতন করে। এরপর নির্যাতিতা ওই ছাত্রী পুরো বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন সোনামুখী থানায় একটি অভিযোগ দায়ের করে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। 


আরও পড়ুন: RG Kar News: জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ছক ? কুণালের অডিও ক্লিপ প্রকাশের পর গ্রেফতার ১; কী তার পরিচয় ?


থানায় অভিযোগ জানানোর পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয়। এমনকী তার পঞ্চায়েত সমিতির সদস্য পদ এবং কর্মাধ্যক্ষের পদ যাতে খারিজ করা হয় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ। 


প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর থেকে রাজ্যজুড়ে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্প্রতি হুগলি জেলার হরিপালে এক ছাত্রীকে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Hooghly News: স্কুল চলাকালীন হঠাৎ বিপত্তি, ক্লাসরুমে লুটিয়ে পড়ল পড়ুয়ারা