অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে পণ্যবোঝাই লরি চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আইএনটিটিইউসি-র (INTTUC) অঞ্চল সভাপতি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। গোষ্ঠীকোন্দলের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত শাসক-নেতা। সঙ্গদোষে স্বভাব নষ্ট বলে খোঁচা দিয়েছে বিজেপি। অস্বস্তিতে তৃণমূল।  


রাস্তায় লরি আটকে টাকা ছিনতাইয়ের অভিযোগে নাম জড়াল শাসকদলের শ্রমিক সংগঠনের নেতার। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। 


কী অভিযোগ:
শুক্রবার রাতে মাখনা বোঝাই লরি হরিশ্চন্দ্রপুর থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ যাচ্ছিল। অভিযোগ, আচমকা রাস্তা আটকায় মোটরবাইক আরোহী ৩ যুবক। তোলা দিতে না চাওয়ায় লরি চালককে ধারাল অস্ত্র দিয়ে ঘায়েল করে ২২ হাজার টাকা লুঠ করে বলে অভিযোগ। অভিযোগকারী লরি চালক মধু সিংহ বলেন, '৩ জন এসে পথ আটকায়। মারধর করে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যায়।' ব্যবসায়ীদের তরফে নিরাপত্তার (Security) দাবি তোলা হয়েছে। ছিনতাইয়ের খবর পেয়ে তৎপর হয় পুলিশ। গ্রেফতার করা হয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র অঞ্চল সভাপতি-সহ সংগঠনের আরও দুই সদস্যকে। গ্রেফতারির পরই, গোষ্ঠীকোন্দলের তত্ত্ব সামনে এনেছেন অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা। আইএনটিটিইউসির (INTTUC) হরিশ্চন্দ্রপুরের অঞ্চল সভাপতি রণবীর দাস, 'আমি যুক্ত নই। দলের কেউ ফাঁসিয়েছে। শ্রমিক সংগঠনটা তুলে দিতে চাইছে।'     


পণ্যবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগে আইএনটিটিইউসি-র নেতা গ্রেফতার হওয়ায় শুরু হয়েছে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপির উত্তর মালদা (Malda) সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, 'সঙ্গ দোষে লোহা ভাসে। এটাই তৃণমূলের সংস্কৃতি। তাই ভাল ছেলেকেও ফেঁসে যেতে হল।'   


আইএনটিটিইউসির হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা (TMC Leader) ও ব্লক সভাপতি সাহেব দাস বলেন, 'যারা গ্রেফতার হয়েছে সকলে ভাল ছেলে। এর আগে এদের নামে  কোনও অপবাদ নেই। এমন হলে দল ব্যবস্থা নেবে।' পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে দলের শ্রমিক সংগঠনের নেতার গ্রেফতারির ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। বিজেপি এমনিতেই বারবার দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে বিঁধছে। ফের এমন অভিযোগ ওঠায় এবার তা নিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে বিজেপি (BJP)। 

আরও পড়ুন: কাল থেকে মেয়ের ICSE পরীক্ষা শুরু, আজ ভয়াবহ আগুনে পুড়ল বিজেপি কাউন্সিলরের বাড়ি