সুনীত হালদার, হাওড়া: শালিমার পেন্টসে তোলাবাজির (extortion at shalimar paints) অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। হাওড়ার নাজিরগঞ্জ পুলিশ আউটপোস্টে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ (allegation against TMC Leader)। অভিযুক্তের নাম সাজ্জাদ আলি শেখ। পরিচয়? দক্ষিণ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা।
কী অভিযোগ?
সাজ্জাদ শেখের বিরুদ্ধে ফোনে সিকিওরিটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় হইচই পড়ে যায় এলাকায়। সূত্রের খবর, মোটা টাকা চেয়ে শালিমার পেন্টসের সিকিওরিটি অফিসারকে হুমকি দেন এই তৃণমূল নেতা। তার পর দলবল নিয়ে এসে কারখানার ভিতরে হামলার চেষ্টা করেন, এমনই অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। কোনও অভিযোগই মানতে চাননি সাজ্জাদ। বলেন, '২০১৪-য় কারখানায় আগুন লাগার পরেই উৎপাদন বন্ধ। কর্মীদের বকেয়া চেয়ে আন্দোলন করাতেই মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।' গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যদিও রাজ্যের নানা প্রান্তেই তোলাবাজির অভিযোগ উঠেছে শাসকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
গত মাসের ঘটনা...
ডিসেম্বরের মাঝামাঝি বারাসাতে ফুটবল টুর্নামেন্টের নাম করে ব্যবসায়ী ও স্থানীয়দের থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি। যদিও সব অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের অঞ্চল সভাপতি। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে এমনিতেই শোরগোল। তার মধ্যেই উত্তর ২৪ পরগনার বারাসাতে ফুটবল টুর্নামেন্টের নাম করে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুরে একটি ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট ও রক্তদান শিবিরের প্রস্তুতি চলছিল। অনুষ্ঠানে নেতা-মন্ত্রীদের থাকারও কথা। অভিযোগ, এই অনুষ্ঠানের নাম করে স্থানীয় বাসিন্দা ও খড়িবাড়ি মাছ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি মান্নান আলি। টাকা দিতে রাজি না হলে, মারধর ও খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, একাধিক দুর্নীতির মামলা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তার মধ্যেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে অস্বস্তিতে শাসক দল।
আরও পড়ুন:'পঞ্চায়েতের জল মেপে নিতে এসেছে দুয়ারে ভূত', কবিতায় কটাক্ষ রুদ্রনীল ঘোষের