কলকাতা: আগামীকাল রাজ্যে উপনির্বাচন। ঠিক তার আগেই এবার বিস্ফোরক নারায়ণ গোস্বামী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলের একাংশকে হুঁশিয়ারি নারায়ণ গোস্বামীর।' কিছু তালেবর নিজেদের বড় মনে করছেন। আর একমাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন। বহু হনুমানের লেজ কাটা যাবে। এই লেজ কাটা বাঁদরের দল রাস্তায় ঘুরবে', তৃণমূলে অভিষেকের রদবদল-সুপারিশের মধ্যেই দলেরই একাংশকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।
সম্প্রতি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন,' মমতা বন্দ্য়োপাধ্য়ায় সংগ্রামের অপর নাম। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও তাঁকে একশো ভাগ নেত্রী হিসেবে মেনে চলেন। এটা নিয়ে কোথাও কোনও দ্বিমত, সন্দেহ নেই। কিন্তু, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরে এই তৃণমূল কংগ্রেসের ভবিষ্য়ত অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্য়োপাধ্য়ায় নেত্রী তাতেও যেমন কোনও দ্বন্দ্ব নেই। অভিষেক আগামী ভবিষ্য়তের তৃণমূলের নেতা। মুখ্য়মন্ত্রী হবেন কি হবেন না সেটা পরবর্তী প্রশ্ন পরিস্থিতি বলবে তখন। কিন্তু, ভবিষ্য়তের তৃণমূলের নেতার নাম অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।' এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হয়ে ব্য়াট ধরলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। তৃণমূলের একের পর এক বর্ষীয়ান সাংসদ, বিধায়ক, নেতার অভিষেকের হয়ে ব্য়াট ধরায় বঙ্গ রাজনীতিতে তৈরি হয়েছে জল্পনা। এনিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।
২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলে একের পর এক নেতা-বিধায়ক-সাংসদের ব্য়াট ধরায় রাজ্য় রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে অভিষেককে ঘিরে। রাজনীতিতে নেতাদের বয়স বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন যিনি, এমনকী লোকসভা ভোটে দমদমে প্রচারেও যাননি, সেই অভিষেকের হয়েই ব্য়াট ধরেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। সম্প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'অভিষেকই তো মমতার ডেজিগনেটেড সাকসেসার। অভিষেক আগে দায়িত্ব নিয়ে ভাল কাজ করেছে। সেজন্যই ওকে দায়িত্ব দেওয়া উচিত। বেসিকালি দলটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। মমতা ব্যানার্জির যার ওপর বিশ্বাস থাকবে তাঁরই সাংগঠনিক দায়িত্ব থাকা উচিত। অভিষেক পঞ্চায়েতের আগে ওর যে জনজোয়ার কর্মসূচি তাতে বিরাট ভাবে যুবকরা এসেছে এবং তাতে পঞ্চায়েত নির্বাচনে আমরা বেটার প্রার্থী পেয়েছিলাম। রেজাল্টও বেটার হয়েছিল। আবার সেটা শুরু করলে, ভালো হবে।'
আরও পড়ুন, প্রয়াত মনোজ মিত্র, গান স্যালুটে চিরবিদায় বাঙালির প্রাণের 'বাঞ্চারামকে'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।