Abhishek Banerjee: সংগঠনে ফের সক্রিয় ভূমিকায়? দলের প্রাক-নির্বাচনী বৈঠকে থাকছেন অভিষেক
TMC News: এখনও পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশিত না হলেও, আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে চরম তৎপরতা সব দলে।
![Abhishek Banerjee: সংগঠনে ফের সক্রিয় ভূমিকায়? দলের প্রাক-নির্বাচনী বৈঠকে থাকছেন অভিষেক TMC MP Abhishek Banerjee may play active role for party in Lok Sabha Elections 2024 amid reports of tussle Abhishek Banerjee: সংগঠনে ফের সক্রিয় ভূমিকায়? দলের প্রাক-নির্বাচনী বৈঠকে থাকছেন অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/07/7c5b545a27ab3cf87659e0f6152761aa1707310497323338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন বলে জানিয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা ঘিরে চাপানউতোর শুরু হতে সময় লাগেনি। দলের অন্দরে বিভাজন, নবীন-প্রবীণ দ্বন্দ্রে জেরেই তিনি নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিনা, শুরু হয়েছিল জল্পনা। যদিও অভিষেক জানিয়েছিলেন, দলের প্রয়োজনে যে কোনও ভূমিকা পালন করতে রাজি তিনি। সেই মতোই, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সংগঠনে ফের সক্রিয় হচ্ছেন অভিষেক। (Abhishek Banerjee)
এখনও পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশিত না হলেও, আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে চরম তৎপরতা সব দলে। জাতীয় স্তরে I.N.D.I.A জোটে শামিল হলেও, বাংলায় কংগ্রেসের হাত ছেড়ে, একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২টি আসনেই আসনেই তৃণমূল প্রার্থী দেবে বলে ঘোষণা করেছেন তিনি। সেই আবহেই এবার সংগঠনে সক্রিয় হচ্ছেন অভিষেক। (TMC News)
জোড়াফুল শিবির সূত্রে খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি সংগঠন নিয়ে দলের বৈঠক রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে রাজ্য নেতৃত্বের সঙ্গে সেই বৈঠকে যোগ দেবেন অভিষেক। দলের সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতির সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে ব্যক্তিগত অভিমান সরিয়ে, দলের স্বার্থেই অভিষেক ফের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হবেন বলে মনে করছেন অভিষেকের সমর্থকরা।
আরও পড়ুন: MAMATA BANERJEE: 'অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিল, কিন্তু লাভ হয়নি', মন্তব্য মুখ্যমন্ত্রীর
অভিষেককে নিয়ে বিগত কিছুদিন ধরেই নানা গুঞ্জন সামনে আসছিল। দলের অন্দরে মমতা এবং অভিষেকপন্থীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলেও দাবি সামনে আসছিল। সেই জল্পনা আরও বাড়িয়ে তোলে কলকাতায় মমতার ধর্না। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শহর কলকাতার বুকে মমতা ধর্নায় বসলেও, সেখানে একটি বারের জন্যও অভিষেককে দেখা যায়নি। দিল্লি থেকে দলের বাকি সাংসদরা ছুটে এলেও, অভিষেক কেন এলেন না, সেই নিয়ে প্রশ্ন ওঠে।
যদিও মমতার ধর্নামঞ্চে অভিষেকের অনুপস্থিতির কারণ হিসেবে সংসদের বাজেট অধিবেশনের কথাই উল্লেখ করেন তৃণমূল নেতৃত্ব। বাজেট অধিবেশনে ব্যস্ত থাকায় অভিষেক কলকাতায় আসতে পারেননি বলে জানানো হয়। সেই আবহেই বুধবার হাওড়ার সাঁতরাগাছির সভায় অভিষেকের নাম শোনা যায় মমতার মুখে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দিল্লিতে অভিষেকের নেতৃত্বে ধর্নার কথআ স্মরণ করান তিনি। আর ঠিক পরই নির্বাচন নিয়ে দলীয় বৈঠকে অভিষেক থাকবেন বলে জানা গেল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)