কলকাতা: জল্পনা বাড়িয়ে হঠাৎ ৩টি কমিটি থেকে পদত্যাগ করলেন দেব (Dev)। ঘাটাল (Ghatal) রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়লেন তিনি। জেলা শাসকের দফতর সূত্রে খবর, দেবের পাঠানো ৩টি পদত্যাগ এসেছে।


পদত্যাগ দেবের: দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তার আগে কি তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ দেব? জল্পনা তৈরি করে, ৩টি সরকারি কমিটি থেকে আচমকা পদত্য়াগ করলেন তিনি। লোকসভা ভোটের আগে, দেবের এই সিদ্ধান্ত ঘিরে, তোলপাড় পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল কংগ্রেসে যে কোনও ভদ্র লোক যেভাবে রাজ্য় চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে তাতে তাঁদের কারুর ভাল লাগার কথা নয় যদি কেউ ভদ্র লোক থাকেন। বিরক্তি হওয়ারই কথা। সাংসদ হিসেবে দাঁড়াতে চান না। কিন্তু, দাঁড়াতে না চাইলেও মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলে দিয়েছেন উনি প্রার্থী।’’


নেপথ্যে কী কারণ?


২০১৪ এবং ২০১৯ সালে ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে দুবার জিতেছেন দেব। তবে বছর দেড়েক আগে, সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেবের ছবি প্রজাপতির শো না পাওয়া নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল।  হঠাৎ কেন সরকারি কমিটি থেকে পদত্যাগ তৃণমূল সাংসদের? পদত্যাগের বিষয়টা জানা নেই বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। যদিও পদত্য়াগ নিয়ে দেবের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


এদিকে লোকসভা ভোটের আগে, ফের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এরইমধ্যে বকেয়া ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে বলে মন্তব্য করলেন রাজ্যপাল। সি ভি আনন্দ বোস বলেন,“কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্প্রতি আমার কথা হয়েছে। প্রাথমিক লক্ষ ছিল, পশ্চিমবঙ্গবাসীর কল্যাণের জন্য বকেয়া টাকা যাতে দ্রুত পাওয়া যায়। পায়, সেই কারণে এই উদ্যোগ। আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। রেজাল্টও সদর্থক। কোনও সময় নষ্ট না করে, পশ্চিমবঙ্গবাসীর কল্যাণে কী করা যায় এবং দ্রুত করা যায় - সেই বিষয়ে ভারত সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী খুবই উৎসাহী।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Governor: 'কেন্দ্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে' রাজ্যের বকেয়া ইস্যুতে মন্তব্য রাজ্যপালের