কলকাতা: সংসদে জ্বালাময়ী ভাষণের জন্যও পরিচিত তিনি। এবার বিজেপি-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। গেরুয়া শিবির তাঁর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তুললেন তিনি।  সেই নিয়ে বিজেপি-কে তীব্র কটাক্ষও ছুড়ে দিয়েছেন মহুয়া। (Mahua Moitra News)


যে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ওই ছবিগুলি ছড়িয়ে পড়ে, তাতে বিজেপি-র সঙ্গে সংযুক্ত এবং দলের কর্মী-সমর্থকদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলগুলিও রয়েছে। এর পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বিজেপি-র ট্রোল সেনা সোশ্যাল মিডিয়ায় আমার ব্যক্তিগত কিছু ছবি ছড়িয়ে দিতে দেখে আমোদ পাচ্ছি। তবে সাদার চেয়ে সবুজ পোশাকটিতে আমাকে বেশি ভাল দেখাচ্ছে। আর ছবি থেকে বাকিদের বাদই বা দেওয়া হল কেন? নৈশভোজে আর কারা ছিলেন, তাঁদেরও দেখান। কারণ  বাঙালি মেয়েদের জীবন আছে, মিথ্যেয় বাঁচে না'।



এদিন সোশ্যাল মিডিয়ায় মহুয়ার একাধিক ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়। তার কোনওটিতে ছোটঝুলের পশ্চিমি পোশাক পরে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া, কোনওটিতে পানীয়ের গ্লাস হাতে ধরা তাঁর, কোনওটিতে মুখের সামনে ধরা সিগার, আবার কোনওটিত কংগ্রেস সাংসদ শশী তারুরের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। 



আরও পড়ুন: Mahua Moitra: শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবার মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিশিকান্তের


এদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকেও  তীব্র আক্রমণ করেন মহুয়া। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা এবং উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় আদানিকে নিয়ে প্রশ্ন করেছেন বলে অভিযোগ করেছেন নিশিকান্ত। তাঁর দাবি, আদানি গোষ্ঠীকে বদনাম করতে হীরানন্দানি গ্রুপ থেকে টাকা নিয়েছিলেন মহুয়া। তার পরই আদানিদের নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে  মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জিও জানান নিশিকান্ত। 


এর আগে নিশিকান্তের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় ভুয়ো ডিগ্রি দেখানোর অভিযোগ তুলেছিলেন মহুয়া। এদিন ফের একই অভিযোগে নিশিকান্তকে আক্রমণ করেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বিজেপি-র ভুয়ো ডিগ্রিধারীদের বিরুদ্ধে একাধিক বিধিভঙ্গের অভিযোগ পড়ে রয়েছে। তার পর আমার বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ নিয়ে এগোতে পারেন স্পিকার। আমার দরজায় আসুক ইডি, তবে তার আগে আদানি এবং বাকিদের বিরুদ্ধে কয়লা দুর্নীতি নিয়ে পদক্ষেপ করুক'।  


মহুয়া আরও লেখেন, 'ঘুষবাবদ পাওয়া টাকা এবং উপহারের বিনিময়ে আমি একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় কিনব ভাবছি, যেখান থেকে আসল ডিগ্রি কিনতে পাবেন দুবে। স্পিকারকে অনুরোধ, ভুয়ো হলফনামা দেওয়ার জন্য ওঁর বিরুদ্ধে তদন্ত শেষ করুন এবং তার পর আমার বিরুদ্ধে তদন্তকমিটি গড়ুন'।