কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার সরাসরি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হয়ে ব্য়াট ধরলেন সৌগত রায় (Sougata Roy)। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ বললেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) পক্ষে একা লোড নেওয়া সম্ভব নয়, অভিষেক দলের দায়িত্বে এলে কর্মীরা অনুপ্রাণিত হবে।
ব্য়াট ধরলেন সৌগত রায়: একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটের রাজনীতিতে দলীয় নেতাদের বয়স বেধে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। গত লোকসভা ভোটে দমদমে প্রচারও করেননি। এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কার্যত ব্য়াট ধরলেন ৭৭ বছর বয়সি দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তো সরকারি প্রশাসনিক কাজে অনেকটা সময় দিতে হয়। অভিষেক হোল টাইম দিয়ে পার্টিতে দিলে, অভিষেকের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস আছে, কর্মীদের বিশ্বাস আছে। ভালো হবে। একই লোক চালাতে পারে নাকি? এই লোড নিতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। কিন্তু পার্টির ডে টু ডে চালানোর ক্ষেত্রে, একজন লোককে দায়িত্ব দিতে হয়। সেটাও অভিষেক। আর কেউ নেই।''
আর জি কর পর্বে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে বিশেষ সক্রিয়ভাবে দেখা যায়নি। তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রীর মতপার্থক্য়ের জল্পনাও তৈরি হয়েছে। এরইমধ্য়ে কালীপুজোয় একসঙ্গে দেখা গিয়েছে মমতা বন্দ্য়োপাধায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। দমদমের তৃণমূল সাংসদ বলেন, "অভিষেক মমতার ডেজিগনেটেড সাকসেসার। আগে দায়িত্ব নিয়ে ভাল কাজ করেছে। ওকে দায়িত্ব দেওয়া উচিত। মমতা দলটা তৈরি করেছে। মমতার সাংগঠনিকভাবে যাকে বিশ্বাস করে, তাকেই দায়িত্ব দেওয়া উচিত। অভিষেক পঞ্চায়েতের আগে ওর যে জনজোয়ার তাতে বিরাট ভাবে যুবকরা এসেছে এবং তাতে পঞ্চায়েত নির্বাচনে আমরা ভালো প্রার্থী পেয়েছিলাম। রেজাল্টও ভালো হয়েছিল। আবার সেটা শুরু করলে, ভালো হবে।''
অন্যদিকে, আর জি কর-কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করতে গিয়ে, দলেরই একাংশের সমালোচনা করলেন সৌগত রায়। একদিকে যেমন - ডাক্তারদের আন্দোলনের ভবিষ্য়ৎ নেই বলে কটাক্ষ করলেন, তেমনি নিজের দলের একাংশের প্রতি বললেন - দায়বদ্ধতা না থাকার জন্য়ই, লোকে পদ পেতে উদ্য়োগী হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sovan-Baishakhi: 'আশীর্বাদটাই আমার কাছে যথেষ্ট' মুখ্যমন্ত্রীর হাতে ফোঁটা নিয়ে মন্তব্য শোভনের