পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : চাকরির নামে ‘প্রতারণা’র অভিযোগে এবার তৃণমূল বিধায়ককেই (TMC MLA) রাজ্য পুলিশের (West Bengal Police) তলব। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করেছে আর্থিক দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার সকাল ১১টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিক কী অভিযোগ
টাকার বিনিময়ে প্রাথমিক-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির অভিযোগ উঠেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। পাশাপাশি সরকারি চাকরির নামে দেড় কোটি টাকা তোলার গুরুতর অভিযোগও। গোটা বিষয়টির তদন্তে নেমে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল বিধায়কের তাপস সাহার আপ্ত সহায়ক রয়েছেন গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে। প্রসঙ্গত, একাধিক অভিযোগকারী জানিয়েছেন, তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়াল চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা চেয়েছিলেন। কথামতো অর্থ দিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষার পরও চাকরি না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারীরা।
অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়কের
যদিও ধৃত প্রবীর কয়ালকে আপ্ত সহায়ক বলে মানতে নারাজ তৃণমূল বিধায়ক। যদিও কিছুক্ষণ আগেই মঙ্গলবার সকাল ১১টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে (Anti Corruption Branch) তেহট্টের তৃণমূল বিধায়ককে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। যেহেতু গ্রেফতার হয়েছেন বিধায়কের আপ্ত সহায়ক ও তাঁর দুই সঙ্গী, তাই পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে বিধায়ককে গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও নোটিস নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ভাইরাল অডিও ক্লিপ
নিজের দলের বিধায়কের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ করেছিলেন নদিয়ার তেহট্টের শ্যামনগর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য! অভিযোগকারী অমৃত ব্যাপারীর দাবি, 'তাপস সাহার কথামতোই টাকা দিয়েছি'। বিধায়কের সঙ্গে আপ্ত সহায়কের কপোপকথনের দাবি করে পুলিশের কাছে অডিও ক্লিপ (Audio Clip) পেশ।