কলকাতা: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হল কুণাল ঘোষকে। বুধবার কুণালকে পদ থেকে সরাল জোড়াফুল শিবির। এদিনই উত্তর কলকাতায় এক মঞ্চে দেখা যায় কুণাল এবং তৃণমূল-ত্যাগী তাপস রায়কে। সেখানে তাপসের ভূয়সী প্রশংসাও করেন কুণাল। ছাপ্পাভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে হবে বলে মন্তব্য করেন। তাপসের সঙ্গে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সংঘাত কারও অজানা নয়। দলত্যাগী সেই তাপসের ভূয়সী প্রশংসা করলেও, সুদীপের প্রচারপে অংশ নেননি কুণাল। তার পরই দুপুরে কুণালকে পদ থেকে সরানো হল। (Kunal Ghosh)


কুণালকে সরানো নিয়ে এদিন বিবৃতি জারি করে তৃণমূল, তাতে বলা হয়, 'সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন, যা দলের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে, উনি নিজের মতামত ব্যক্ত করেছেন, তার সঙ্গে দলের কোনও সংযোগ নেই। তৃণমূলের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হবে, তা-ই দলের আনুষ্ঠানিক অবস্থান'। (TMC Removed Kunal)




তৃণমূলের বিবৃতিতে আরও বলা হয়, 'এর আগে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় কুণালকে। এবার দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হল। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ওঁর মতামতকে দলের সঙ্গে জুড়বেন না, তাতে আইনি পদক্ষেপ করা হবে'। তাপসের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকা বা তাপসের প্রশংসা করাতেই কুণালকে সরানো হয়েছে কি না, তা যদিও পরিষ্কার করে জানায়নি তৃণমূল। তবে দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন তৃণমূলের অনেকেই। 


আরও পড়ুন: Loksabha Election 2024 : 'একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন' তাপস রায়কে পাশে বসিয়ে বললেন কুণাল ঘোষ


শুধু তাপসের প্রশংসা করাই নয়, তাপসকে দলে ধরে রাখতে তৃণমূল সর্বতো ভাবে চেষ্টা করেছিল বলেও এদিন জানান কুণাল। কুণালকে দক্ষ নেতা, প্রশাসক হিসেবেও উল্লেখ করেন তিনি। কুণাল জানান, তাপসের দরজা মানুষের জন্য় সারা দিন,সারা রাত খোলা থাকে। রাজনীতিবিদ তাপসের তুলনা হয় না, সবসময় তাঁকে পাওয়া যায়। উত্তর কলকাতায় দলের প্রার্থী সুদীপ হলেও, ব্যক্তিগত ভাবে তাপসকে তিনি পিছনের সারিতে রাখতে পারবেন না বলেও জানান। পাল্টা কুণালকে 'ভাল ছেলে' বলে উল্লেখ করেন তাপস। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। আর তার পরই দুপুরে পদ থেকে সরানো হল কুণালকে। 


এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "দু'মাসের মধ্যে নরেন্দ্র মোদিকে উচ্ছেদ করে সরকার গড়া এবং জোটকে নেতৃত্ব গড়ার কথা ভাবছে তৃণমূল। কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দলটাকে ধরে রাখতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন। আজ কুণাল ঘোষকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকালও ব্রাত্য বসুর সঙ্গে সাংবাদিক বৈঠক করেন। এধরনের অবাস্তব, অরাজনৈতিক ব্যবস্থা, কোনও রাজনৈতিক দলের থেকে কাম্য নয়।"


এর আগে, সম্প্রতি তৃণমূলের তারকা সাংসদ তথা প্রার্থী দেব সম্পর্কেও কটাক্ষ করতে শোনা যায় কুণালকে। মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 'গদ্দার' বলে আক্রমণ করেন, তা সমর্থন করেননি দেব। বরং মিঠুনের সঙ্গে নিজের উষ্ণ সম্পর্কের কথা জানান। সেই নিয়ে দেবকেও কটাক্ষ করতে ছাড়েননি কুণাল। কেউ কেউ আদিখ্যেতা করে নিজেকে উদার হিসেবে তুলে ধরতে চাইছেন বলে কটাক্ষ করেন। যাঁরা সিনেমা করেন, তাঁরাই শুধু উদার, বাকিরা সঙ্কীর্ণ মানসিকতার,এমনটা ভাবা হলে, তাঁরাও উদারতার পরিচয় দেবেন বলেও জানান কুণাল। সেই নিয়েও তৃণমূলের অন্দরে কাটাছেঁড়া চলছিল। কিন্তু বিজেপি প্রার্থী তাপসের সঙ্গে একমঞ্চে দলের রাজ্য সম্পাদকের উপস্থিতি বিড়ম্বনা আরও বাড়িয়ে তোলে এবং তাতেই এই কড়া পদক্ষেপ বলে দলীয় সূত্রে খবর। এর আগে, কুণাল নিজেই মুখপত্র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।