কলকাতা: মণিপুর (Manipur Incident) নিয়ে বিধানসভায় (West Bengal Assembly) নিন্দাপ্রস্তাব আনল তৃণমূল (TMC)। এ দিকে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বক্তব্যের সময় তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন, 'মণিপুর সামলাতে প্রধানমন্ত্রী ব্যর্থ। তিনি বিদেশে যেতে পারেন, মণিপুরে যান না।' সঙ্গে আরও সংযোজন, 'আপনারা মণিপুর শান্ত করতে না পারলে আমাদের দায়িত্ব দিন। যাঁরা মণিপুর নিয়ে আলোচনায় বাধা দিচ্ছেন, তাঁরা দেশদ্রোহী। বাংলায় ১০৭টি টিম পাঠিয়েছে, আমার মাত্র ১ টিম ওখানে গিয়েছে।' তৃণমূলনেত্রীর অভিযোগ, 'একটি ইঁদুর কামড়ালেও আপনারা টিম পাঠিয়ে দেন। ইন্ডিয়া এবার ক্ষমতায় আসবে, দেখব আপনারা কীভাবে কাজ করেন। ২দিন বিজেপিতে এসেছেন, বেশি জ্ঞান দেবেন না। প্রতি দিন বাংলার সংস্কৃতিকে অপমান করছেন।' সঙ্গে আরও বলেন, 'আমরা ভেবেছিলাম আলোচনা করব, কিন্তু বিজেপি আলোচনা চায় না।'


তীব্র হইচই...
বিধানসভা অধিবেশনে যে বঙ্গ বিজেপির বিধায়করা এমন কিছু করতে পারেন, সে ইঙ্গিত রবিবারই ছিল। তাঁদের স্পষ্ট বক্তব্য, মণিপুরের ঘটনা নিয়ে নিন্দাপ্রস্তাবের আলোচনায় তাঁরা তখনই অংশ নেবেন যখন বাংলায় নারী-নির্যাতন নিয়েও আলোচনা হবে। এদিন তৃণমূল নিন্দাপ্রস্তাবের পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করতেই তীব্র হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেন বিজেপিকে। সঙ্গে বলেন, 'বিজেপি সরকার মণিপুরকে ধ্বংস করতে চাইছে, আসুন সবাই মণিপুরের পাশে দাঁড়াই।' এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন,'অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই রাজ্যের বিধানসভায় কি আলোচনা করতে পারি?' তাঁর বক্তব্য চলাকালীন পাল্টা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও। সার্বিক প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর প্রশ্ন ছিল, 'আর কতদিন অপমানিত হবেন বাংলার মহিলারা? বাংলার মাটিতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সে দিকে না তাকিয়ে আপনি দূরের রাজ্য মণিপুরের দিকে তাকাচ্ছেন।' বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের আরও দাবি, 'ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে মহিলাদের উপর নির্যাতন চলেছে। গোটা দেশজুড়ে অনেক ঘটনা ঘটেছে, তা নিয়ে কি আলোচনা হয়েছে বিধানসভায়?' সুর চড়ান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও। বলেন, 'রাজস্থানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে আলোচনা করুন। মণিপুরে টিম পাঠানোর কথা বলছেন, এ রাজ্যে কোথাও যাওয়ার কথা ভাবছেন না। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের আবার বক্তব্য, 'বাংলায় মেয়েদের উপর এত অত্যাচার হচ্ছে অথচ বিধানসভায় আলোচনা হয় না। বলা হয় এগুলো ছোট ঘটনা, মুখ্যমন্ত্রী তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের ঘটনার নিন্দা করেন, কিন্তু মুখ্যমন্ত্রী মালদার ঘটনার নিন্দা করেন না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য মণিপুরের ঘটনার রাজনৈতিক ফায়দা তোলা।'


প্রেক্ষাপট...
সংসদের বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে তোলপাড় ফেলেছেন 'ইন্ডিয়া'-র সদস্যরা। রাজ্যসভা ও লোকসভা, দুই কক্ষই উত্তাল। ঠিক এমন অবস্থায় বঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের এমন বিক্ষোভ।


আরও পড়ুন:বুদ্ধদেব ভট্টাচার্যর 'শারীরিক পরিস্থিতির উন্নতি, সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি'