সনৎ ঝা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য: বাংলা ভাগের দাবি নিয়ে অবস্থান স্পষ্ট করুক বিজেপি-র (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব! পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। বিজেপি-র বিরুদ্ধে দ্বিচারিতা করার অভিযোগে সরব শাসকদল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বামেরা আবার দু'পক্ষকেই আক্রমণ করেছে।  


বিজেপি-র বিরুদ্ধে দ্বিচারিতা করার অভিযোগে সরব শাসকদল


বুধবার বিষয়টি নিয়ে সরব হন উদয়ন। তিনি বলেন, "ওরা বাংলায় আলাদা রাজ্য চায় কিনা, ওরা বাংলাকে ভাগ করতে চায় কিনা, পরিষ্কার ভআবে ৪৮ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।" (Separate North Bengal)


সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার পর ২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে।  আর তার আগে উত্তরবঙ্গে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে পৃথক রাজ্যের দাবি। রবিবারই কোচবিহারে গিয়ে ফের উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।


রবিবার বিষ্ণুপ্রসাদকে বলতে শোনা যায়, "বাংলা ভাগ। আমরা আলাদা রাজ্য চাই। এটা তো আমি বিধানসভার ভিতরেও বলেছি। বাইরেও বলেছি। যত বার জিজ্ঞাসা করবেন, তত বার বলব।"


আরও পড়ুন: Train Cancellation: ভেঙে ফেলা হবে ওভারব্রিজ, ১৪ ঘণ্টা বন্ধ বর্ধমান স্টেশনের একাংশ, বাতিল লোকাল-এক্সপ্রেস ট্রেন

তার পরই এ দিন পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটল তৃণমূল। বুধবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের জেলা তৃণমূল সভাপতিদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন। আর সেখান থেকে বিজেপি-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন তিনি।

২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলকে। ২০২১-এর বিধানসভা ভোটেও উত্তরবঙ্গে ভাল ফল করেছে বিজেপি। তার পর থেকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সুর চড়াচ্ছেন বিজেপি নেতাদের একাংশ।

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, কোচবিহারের শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শৰ্মারা একাধিকবার বাংলা ভাগের দাবি তুলেছেন। 


পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন সংগঠনের বাংলা ভাগের দাবি ঘিরে ক্রমশ তেতে উঠছে উত্তরবঙ্গের রাজনীতি

কখনও পৃথক উত্তরবঙ্গ, কখনও পৃথক কোচবিহার, কখনও কামতাপুর। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন সংগঠনের বাংলা ভাগের দাবি ঘিরে ক্রমশ তেতে উঠছে উত্তরবঙ্গের রাজনীতি। সেই আবহেই এ দিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছে তৃণমূল।