আশাবুল হোসেন, কলকাতা: ফের তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন কলকাতায় তৃণমূল (TMC) ভবনে ২১ জুলাইয়ের অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক ছিল। সেখানেই অভিষেক বার্তা দেন যে ২১ জুলাইয়ের সমাবেশের নামে কোথাও কোনওরকম টাকা তোলা যাবে না। নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কারের কথাও বলা হয়েছে।
কী বলেছেন অভিষেক:তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন, ২১ জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করে টাকা তুললে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
কেন এমন নির্দেশ:বারবার তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে মাঝেমধ্যেই খবর আসে যে ২১ জুলাইয়ের সমাবেশের কারণ দেখিয়ে চাঁদা তোলা হয়েছে। সেই কারণেই এবার আগেভাগে বার্তা দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহল সূত্রের খবর।
আগেও সরব অভিষেক:তোলাবাজির বিরুদ্ধে আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। সম্প্রতি হলদিয়ার একটি দলীয় সমাবেশে গিয়েও তিনি তোলাবাজি ও ঠিকাদারি নিয়ে হুঁশিয়ারি দেন। গত ২৮ মে হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে ঠিকাদারি নিয়ে দলীয় নেতাদের কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেদিন তিনি বলেছিলেন, 'হয় ঠিকাদারি করো, না হলে তৃণমূল (TMC) করো। দু’টো একসঙ্গে হবে না। যদি ঠিকাদারি করতে চাও, কোনও আপত্তি নেই। যদি তৃণমূল করতে চাও, এই ঝান্ডাটা যেদিন নেবে, ঠিকাদারির বোঝাটা বাড়িতে ফেলে রাখতে হবে।'
বিপুল সমাবেশে নজর:আগামী ২১ জুলাইয়ের অনুষ্ঠানে যাতে বিপুল পরিমাণে সমাবেশ হয় তার জন্য প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। এদিন সেটা নিয়েও আলোচনা হয় প্রস্তুতি বৈঠকে। উত্তরবঙ্গেও নজর রয়েছে দলের। সেখান থেকে যাতে বেশি কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারেন তার জন্য প্রস্তুতি নিচ্ছে দল, জানালেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, 'সারা দেশ তাকিয়ে আছে। আরও বেশি করে কর্মী আনার চেষ্টা হবে। তার জন্য প্রস্ততি সভা করা হবে। যুব নেতৃত্ব ও তৃণমূলের রাজ্য নেতারা উপস্থিত হবেন। এই দিনটিতে ঐতিহাসিক জনসমাগম করার লক্ষ্য নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে আরও বেশি করে কর্মী, সমর্থক আনার লক্ষ্য নেওয়া হয়েছে।'
আরও পড়ুন: চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা জমা পরেশ কন্যা অঙ্কিতার