কলকাতা: প্রতিদিন নিয়ম করে পড়াশোনা। আর তার সঙ্গেই ঘড়ি ধরে প্রস্তুতি। জয়েন্টে সাফল্য পেতে এই নিয়মেই ভরসা রেখেছিলেন সপ্তর্ষি মুখোপাধ্যায়। ফল বেরনোর পর সেকথাই জানালেন তিনি।  


নিয়ম মেনে প্রস্তুতি:
ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র, সপ্তর্ষি মুখোপাধ্যায় WBJEE-তে রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে। বোর্ডের (Board) পড়াশোনার পাশাপাশি, প্রথম থেকেই নিয়ম মেনে তিনি জয়েন্টের প্রস্তুতিও নিয়েছিলেন। এমনটাই জানালেন তিনি। এদিন সপ্তর্ষি বলেন, 'দিনে সাত আট ঘণ্টা প্রস্তুতি নিতাম। সবার আগে বিষয়টি বোঝার চেষ্টা করতাম। আগে প্রশ্নটি বোঝার চেষ্টা করতাম। তারপর প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করতাম।' তিনি জানালেন, WBJEE মেইনসের জন্যই প্রস্তুতি নিয়েছেন তিনি। নিজের পরিশ্রমের উপর ভরসা ছিল সপ্তর্ষির। তিনি বলেন, 'প্রথম দশে জায়গা পাব আশা করেছিলাম। তৃতীয় হয়েছি জেনে খুব ভাল লাগছে।'


কী লক্ষ্য সপ্তর্ষির?
ইলেকট্রিকাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে রয়েছে সপ্তর্ষির। তিনি আইআইটিরও (IIT) প্রস্তুতি নিচ্ছেন। একসঙ্গেই দুটি পরীক্ষারই প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।  

শুক্রবার জয়েন্টের ফলপ্রকাশ:
জয়েন্টের ফলপ্রকাশ: পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের ৪১,৮৩৯ জন কৃতকার্য হয়েছেন। জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পঃ মেদিনীপুর। চতুর্থ স্থানে পূঃ মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার। 


এ বারে মেধাতালিকার প্রথম দশ জনের মধ্যে প্রথম ১০ জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন আইসিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। তবে শতাংশের হিসেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারাই এগিয়ে। এ বারে পরীক্ষার ৪৮ দিনের মাথায় আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হল। গত বারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনলাইন কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হবে। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সিলের তিনটি রাউন্ড শেষ হবে। এ বার জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন। এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন।


আরও পড়ুন: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম ও দ্বিতীয় স্থানে দুই হিমাংশু, মেধাতালিকায় এক মেয়ে


Education Loan Information:

Calculate Education Loan EMI