এক্সপ্লোর
Advertisement
Mamata Banerjee Speech :'একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব', অভিষেক-রুজিরাকে ইডির নোটিস নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
TMCP র প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা : TMCP র প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র যুবদের উদ্দেশে ভাষণে তিনি বারবার বিজেপির সমালোচনা করেন। তিনি বলেন, ‘ক্ষমতায় এসে আমাদের চ্যালেঞ্জ আরও বেড়েছে'। তিনি আরও বলেন,
- দিল্লি আমাদের সঙ্গে না পারলে এজেন্সি লাগিয়ে দেয়। রাজনীতিতে এঁটে উঠতে না পারলে, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে’।
- আগে রাজ্যে কিছুই ছিল না, মা-মাটি-মানুষের সরকার সব করেছে।
- শিক্ষাক্ষেত্রে ১০ গুণের বেশি বরাদ্দ বাড়িয়েছি। আরও ২০ লক্ষ সাইকেল বিলি হবে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ শোধ করা যাবে ৪০ বছরেও। এ বছর ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব-স্মার্টফোন বিলি করা হবে।
- গুজরাতে কোভিড-মৃত্যুর যা হিসেব দেওয়া হয়েছে, তা সন্দেহজনক।
- বাংলায় বিদ্যুত্-এর দাম কমে যাবে।
- রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য সরকার। বানতলা লেদার কমপ্লেক্সে ৫ লক্ষের চাকরি হচ্ছে। ৬৮টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। আরও ৪টি আইটি পার্ক তৈরি করা হচ্ছে।
- সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিক তৃণমূল। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।
- গোটা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। দেশের পবিত্র মাটি কখনও বিক্রি হয়?
- এবার মানুষকে চোখ-নাক-জিভ বিক্রি করতে বলবে কেন্দ্র। স্টেশনে প্ল্যাকার্ড দিন, লিখুন রেল বিজেপির জায়গা নয়!
- প্রচারে আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রীরা উঠেছেন কয়লা মাফিয়াদের হোটেলে। মনে রাখুন, অমিত শাহ এটা চলতে পারে না।
- অভিষেকের সঙ্গে পারলে, রাজনৈতিক লড়াই লড়ো। একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব। কিছু না হলে আমরাও আদালতে যাব। এত প্রতিহিংসামূলক রাজনীতি আমি আগে দেখিনি। কয়লা চুরিতে শুধু তৃণমূলকে ধরলে হবে? কয়লা কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়। বিজেপি নেতাদের নিয়ে কেন সিবিআই তদন্তে যাচ্ছে। সব কমিশনকে পলিটিক্যাল বানানো হচ্ছে।
- পিএম কেয়ার্সে কী করে টাকা আসে, জানতে চাই। সংসদ ভবন বানানোর টাকা আছে, অথচ ভ্যাকসিনের টাকা নেই
- ডিজেল-পেট্রোল-গ্যাসের দাম এত বাড়িয়েছেন, টাকা কোথায় গেল?
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement