সমীরণ পাল, ভাটপাড়া: হাতে বন্দুক নিয়ে রীতিমতো স্টাইল করে ভিডিও তুলেছিল। কিন্তু, সেই ভিডিও যে তাকে বিতর্কের শিরোনামে নিয়ে যাবে তা বুঝতে পারেনি ভাটপাড়ার তৃণমূল ছাত্র পরিষদ (TMCP leader)নেতা শুভাশিস চক্রবর্তী। বর্তমানে বন্দুক হাতে নিয়ে স্টাইল মেরে ছবি তোলার জ্বালা যে কতটা তা হাড়ে হাড়ে বুঝতে পারছে সে।


আরও পড়ুন: Kanksa News: জমির কারবার নিয়ে বিবাদের জেরে চলল গুলি, চাঞ্চল্য কাঁকসায়


স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা। সম্প্রতি তার হাতে বন্দুক নিয়ে বিভিন্ন পোজে তোলা একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। যদিও এই ছাত্র যুব নেতা এর আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার জেরে গ্রেফতার হয়েছিল। তাছাড়াও দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গেও তার ভাইরাল ছবি  প্রকাশ্যে এসেছে। তারপরও কী করে শুভাশিসের হাতে বন্দুক এলো তা নিয়ে প্রশ্ন উঠছে।


 এই বিষয় নিয়ে ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এটাই তৃণমূলের কালচার। বন্দুক হাতে ওই তৃণমূল ছাত্র এই ভাইরাল ছবি  প্রকাশ্যে আসলেও পুলিশ তাকে কোনমতে গ্রেফতার বা আটক করবে না। যদি এটা বিজেপির কোনও লোক থাকত তাহলেই পুলিশ তাকে গ্রেফতার করত। গোটা রাজ্যেই এই অবস্থা চলছে। বিরোধীদের মিথ্যা অভিযোগ ধরা হচ্ছে আর তৃণমূল কংগ্রেস করলে সাতখুনও মাফ হয়ে যাচ্ছে।


আরও পড়ুন: Governor Molestation Case : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এবার বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের


অপরদিকে শাসক দলের ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান, আগে সত্যতা যাচাই হোক। তারপরই পুলিশ পদক্ষেপ নেবে। যদিও তিনি সমস্ত বিষয় অস্বীকার করেন।


তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আবার বলেন, "শুভাশিসের হাতে ওটা খেলনা পিস্তল ছিল। তা নিয়ে অযথা মাতামাতি করা হ্ছে। মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।  তাছাড়া ও এখন সংগঠনের সদস্যও নয়।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kunal On Suvendu : 'সুকান্তর শুভেন্দুর জুতো পালিশ করারও যোগ্যতা নেই', হঠাৎ কেন শুভেন্দুর স্তুতি কুণালের?