কলকাতা: ১২, ১৪-র পর কাল শুভেন্দুর '২১ ডিসেম্বর' সাসপেন্স। 'কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন'। শুভেন্দুর (Suvendu Adhikari) ২১ ডিসেম্বর হুঙ্কার নিয়ে আক্রমণে কুণাল ঘোষ (Kunal Ghosh)। '১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। ১৪ ডিসেম্বর কম্বল নিতে গিয়ে নিরীহদের মৃত্যু। কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন। 'তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে, বিজেপির থেকে সবাই দূরে থাকবেন'। শুভেন্দুর ২১ ডিসেম্বর হুঙ্কার নিয়ে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ।                                           

  


ঠিক কী বলেছেন কুণাল ঘোষ? 


এদিন কুণাল ঘোষ বলেন, "সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু হল। ১৪ তারিখ দেখলাম কম্বল দিতে গিয়ে নিরীহ লোকেদের মেরে ফেলল। কাল ২১ তারিখ। রাজনীতিতে তো নাকি ডিসেম্বরে সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি। কাল সবাই সাবধানে থাকবেন। এই বিজেপি নেতাদের কাছাকাছি কেউ যাবেন না। এরা খুবই বিপজ্জনক। তারিখ দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে। ফলে সবাই কাল বিজেপির থেকে একটু দূরে থাকবেন। বিজেপি  বা বিজেপির যা শাখা সংগঠন আছে তাদের থেকে সাবধানে থাকবেন।''


একাধিকবার ডিসেম্বরে সরকার পতনের হঁশিয়ারি শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখে। শুধু তাই নয়, নির্দিষ্টভাবে তিনটি তারিখের উল্লেখও করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এরই মধ্যে ১২ ডিসেম্বর বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়। ১৪ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। এই দুই ঘটনায় ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। আগামীকাল ২১ ডিসেম্বর। যা নিয়ে এবার পাল্টা আক্রমণে কুণাল ঘোষ।


এপ্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "বিজেপির কাছে এসে খুব একটা লাভ হবে না। যাঁরা বিজেপির জানলা দিয়ে উঁকি মারতে চাইছে, পশ্চিমবঙ্গে না পেরে পশ্চিমবঙ্গে বাইরে গিয়ে বিজেপির কাছে যেতে চাইছে তাঁরা দূরেই থাকুন। বিজেপি তাঁদের দূরেই রাখবে। আগেও বলেছি আবার বলছি প্রকৃতির উপর কারোর কোনও জোর খাটে না। শীত পড়বে, প্রবল শীত পড়বে। বসন্তও দূরে থাকবে না। পঞ্চায়েতের আগেই বসন্ত এসে যাবে।''


আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের কত মামলা? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তালিকা পেশ