Top News : এগরায় বিস্ফোরণ, মৃত ৯, গোপন কুঠুরিতে বিস্ফোরক, সকালের সেরা ১০ খবর
এগরায় বিস্ফোরণ, মৃত ৯গোপন কুঠুরিতে বিস্ফোরকএনআইএ চান মমতাওআরও খবর ...
এগরায় বিস্ফোরণ, মৃত ৯ : এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত ৯, আহত অন্তত ৫। ২জনকে আনা হল এসএসকেএমে। বেআইনি বাজি কারখানায় বারবার বিস্ফোরণ। পুকুর থেকে রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ। বিচার চায় নিহতদের পরিবার।
গোপন কুঠুরিতে বিস্ফোরক: বগটুইয়ের পর এবার এগরায় মৃত্যুমিছিল। বেআইনি বাজি কারখানায় মিলল বিস্ফোরকভর্তি গোপন কুঠুুরির হদিশ।
এনআইএ চান মমতাও : এগরায় বিস্ফোরণের তদন্তে সিআইডি, নির্দেশ মুখ্যমন্ত্রীর। এনআইএ দাবি বাম-বিজেপির। অমিত শাহকে চিঠি সুকান্তর।
বাজির আড়ালে বোমা? : পঞ্চায়েত ভোটের আগে বারুদের পাহাড়ে এগরা। বাজির আড়ালে বোমা তৈরির অভিযোগে তোলপাড়। পুলিশের ভূমিকায় ক্ষোভ। আইসিকে শোকজ।
কোন দলে ভানু? : এগরায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, দেহ লোপাটের অভিযোগ শুভেন্দুর। তৃণমূলের হলে কি আগে গ্রেফতার করা হত, বিজেপির পঞ্চায়েতের প্রসঙ্গ টেনে পাল্টা মমতা।
মুখ্যমন্ত্রীর তত্ত্ব খারিজ : বাম-কংগ্রেস-বিজেপি নয়, তৃণমূলেরই নেতা ভানু। মুখ্যমন্ত্রীর তত্ত্ব খারিজ
খোদ পরিবারের।
গ্রেফতারির পরেও কারবার! : পাঁশকুড়া, ভূপতিনগরের পর এগরা। বিস্ফোরণে কাঁপল পূর্ব মেদিনীপুর। আগে গ্রেফতার কারখানা মালিক, তাও কী করে কারবার? পুলিশের ভূমিকায় প্রশ্ন স্থানীয়দের।
ফের আক্রান্ত উর্দি : কালিয়াগঞ্জের পর এবার এগরা। ফের আক্রান্ত উর্দি। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পুলিশ। রেহাই পেলেন না আইসি-ও।
অ্যাম্বুল্যান্সেই গুন্ডামি! : স্ট্যান্ডের বাইরের অ্যামবুল্যান্স কেন? সিন্ডিকেটের তাণ্ডবে সালারে অ্যামবুল্যান্সেই রোগিণীর মৃত্যুর অভিযোগ। গ্রেফতার ৩।
পুলিশে ক্ষুব্ধ পুলিশমন্ত্রী : কালিয়াগঞ্জের পর সালার। শববাহী গাড়ি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার অ্যাম্বুল্যান্সের সিন্ডিকেটের বলি কিডনির রোগী। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
শাসক-দ্বন্দ্বে নেতাকে কোপ? : অভিষেকের নবজোয়ারের পরও মুর্শিদাবাদে কোন্দল। সালারে তৃণমূলের অঞ্চল সভাপতিকে কোপ। অভিযুক্ত দলেরই প্রাক্তন যুব সভাপতির অনুগামীরা। তদন্তে পুলিশ।
আরও পড়ুন :
হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !