'মোদিজি-র হাতে রাজ্য তুলে দিতে প্রস্তুত ছিল বাংলার মানুষ,', কী বললেন শুভেন্দু?
তৃণমূলের সঙ্গে সেটিং সিপিএম-কংগ্রেসের', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। 'সেটিংয়ের জন্যই ২০১১-য় বিরোধী দল থাকাকালীন লড়েনি সিপিএম। ২০১৬ সালেও সেটিংয়ের কারণেই লড়াই করেনি কংগ্রেসও। চুরির বিরুদ্ধে হাইকোর্ট রায় দিচ্ছে, আর কংগ্রেস নেতা সিঙ্ঘভি বাঁচাচ্ছে। সেই কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট করেছে। শুভেন্দু আরও বলেন, ' ২০২১-এ মানুষ মোদিজি-র হাতে রাজ্য তুলে দিতে প্রস্তুত ছিল। সিপিএম নিজের ভোট না চেয়ে বলেছিল নো ভোট টু বিজেপি। সিপিএমের জন্য বিজেপি ৬০টি আসনে হেরেছিল। আবার পথে নেমেছে সিপিএম বিরোধী ভোট ভাগ করার জন্য', সোনারপুরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।


জুনে বইবে লু
জুন মানেই বর্ষার আগমনের মাস। তবে জুনের শুরুতে গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে। এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম হাওয়া অর্থাৎ লু-এর পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এর পর থেকে তাপমাত্রা বাড়বে। রাজ্যজুড়েই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।


হুঁশিয়ারি দিলীপ ঘোষের...
কনভয়ে হামলার দায় বিজেপির ওপর চাপানোয় তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বললেন, 'জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না, জ্বলে যাবে। বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না। তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। এই আন্দোলন কালীঘাট অবধি যাবে' হুঙ্কার দিলীপ ঘোষের। অন্যদিকে নবজোয়ার যাত্রা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ।  তিনি বলেন, ' ওটা নবজোয়ার নয়, ধর্না জোয়ার, বিক্ষোভ জোয়ার। তাই রেডিও-ই ভাল। সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে, আর গাড়ি আটকাবে। ' 


অপসারিত দুবরাজপুরে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট
বীরভূমের (Birbhum) দুবরাজপুরের ব্লক তৃণমূল সভাপতি (Dubrajpur Block TMC President) পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ ভোলা মিত্রকে। দুবরাজপুরে দলের ১৫ জনের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। তাতেও স্থান পাননি তিনি। দল যতক্ষণ রাখবে থাকব, না চাইলে বেরিয়ে যাব। প্রতিক্রিয়া ভোলা মিত্রের। 


ধৃত আরও ১ কুড়মি নেতা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা (Kurmi Agitation)। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সব মিলিয়ে কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্য়া বেড়ে ৯।


আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার