হাওড়া : ২ টি নয়, পরপর ৩ টি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শালিমার-হাওড়া করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) পাশাপাশি বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়ি ও হাওড়া-বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে অন্তত শতাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রেল সূত্রে জানা যাচ্ছে, মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মালগাড়ির ওপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন।


করমণ্ডল এক্সপ্রেসের প্রায় ১৫ টি কামরা লাইনচ্যুত হয় বলেই খবর মিলেছে। পাশাপাশি মালগাড়িটিরও ৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। সন্ধে সাতটা নাগাদ যখন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে তখন সেখানের পাশের লাইন দিয়েই যাচ্ছিল হাওড়া-বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেস ও মালগাড়ির ট্রেনের কামরার ধাক্কায় তারও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তাই ২ টি নয়, পরপর তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে।


প্রত্যক্ষদর্শী থেকে ট্রেনযাত্রীরা জানাচ্ছেন, দুই ট্রেনের সংঘর্ষের পরে একের পর এক কামরা শুধু লাইনচ্যুতই হয়নি। কার্যত দেশলাই বাক্সের মতো উল্টে গিয়েছে। যেখান থেকে খালি ভেসে আসছে দুর্ঘটনার কবলে পড়া দুর্ভাগ্যদের আর্তনাদ। ট্রেনের একাধির বগি শুধু উল্টে যাওয়াই নয়, ঘুটঘুটে অন্ধকারের মাঝেও ট্রেন লাইন ও গোটা এলাকা জুড়ে মানুষকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে তাঁরা দেখেছেন বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও ট্রেনযাত্রীরা। ভয়-আতঙ্কের আবহ সামলে তাঁদের বক্তব্য, চারিদিকে শুধুই রক্ত। কারও মাথা ফেটে গিয়েছে তো তো কারও হাত কেটে পড়েছে। প্রত্যেকেরই আশঙ্কা শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। শালিমার থেকে ট্রেনটি চেন্নাইয়ের পথ ধরায় রাজ্যের একাধিক বাসিন্দা ট্রেনটিতে সওয়ার ছিলেন বলেই আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন- 'চারিদিকে রক্ত, মৃত্যু, হাহাকার', শয়ে শয়ে মৃত্যুর আশঙ্কা প্রত্যক্ষদর্শী, ট্রেনযাত্রীদের


কীভাবে দুটি ট্রেন এক লাইনে এসে পড়ল ? সিগনালিংয়ের কোনও সমস্যার জের নাকি কারোর গাফিলতির জেরে এমন ভয়াবহ দুর্ঘটনা, খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে। যদিও আপাত যাত্রীদের উদ্ধারকাজেই নজর সকলের। উদ্ধারকাজে আপাতত মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে আলোর অভাব। যদিও স্থানীয় ও উদ্ধারকারী দল ঝাঁপিয়ে পড়েছে। তাঁদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের যদিও আশঙ্কা, একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ দুর্ঘটনায়।


আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?