ঋত্বিক প্রধান, দিঘা: দিঘা (Digha) থেকে ১০ কিলোমিটার দূরে ট্রলার দুর্ঘটনা। সৃজা নামের একটি ট্রলার (Trawler) দুর্ঘটনায় পড়ে। ট্রলার থেকে ৬ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন। মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দিঘার হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মৎস্যজীবীদের নাম প্রশান্ত সর্দার, উষা খাঁ, ভক্ত বিশ্বাস,স্বপন বিশ্বাস।


দিঘায় উত্তাল সমুদ্র। গার্ডওয়াল টপকে শহরে ঢুকছে জল। কটালে প্লাবিত বিভিন্ন এলাকা। রাস্তা পেরিয়ে বাজার এলাকাতেও চলে এসেছে জল। সমুদ্রের তীরে কড়া নজর প্রশাসনের। এদিকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি । বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। কটালের জেরে কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে ঢুকছে জল। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করেছেন। জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে নামখানার মৌসুনি দ্বীপেও। দ্বীপের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অনেকে বাড়ি ছাড়তে শুরু করেছেন। মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় প্রায় ৫০০ মিটার সমুদ্র বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে।  মৌসুনির কয়লাঘেরি এলাকায় কৌশিকী অমাবস্যার কটালে বাঁধ উপচে জল ঢুকেছে লোকালয়ে।


আরও পড়ুন: ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ঘুষি মারার অভিযোগ


অন্যদিকে, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।  উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।  সেইসঙ্গে আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রে জলোচ্ছ্বাস থাকবে। তাই মত্‍স্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে।  


আরও পড়ুন: বিশ্বভারতীতে অব্যাহত অচলাবস্থা, বিভিন্ন ভবনের গেটের তালা খুলে দেওয়ার আবেদন