সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: একসঙ্গে জোড়া চিতাবাঘের (leopards)খোঁজ মিলল পুরুলিয়ার (purulia) কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জাবর পাহাড় জঙ্গলে। বন দফতরের (forest department) ট্র্যাপ ক্যামেরায় (trap camera) ধরা পড়ল জোড়া চিতাবাঘ। আধিকারিকদের অনুমান, দুটি চিতাবাঘের একটি পুরুষ, দ্বিতীয়টি মাদি চিতাবাঘ। গত কয়েক মাস ধরেই ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করছিল বন দফতর। তার পরই সিমনি বিটের একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়।


কী বলছে বন দফতর?


বন দফতর জানিয়েছে, গত ২৭ জুন রাত ২টো নাগাদ ট্র্যাপ ক্যামেরায় একটি চিতাবাঘের ছবি ধরা পড়ে। সেটি বেশ হৃষ্টপুষ্ট ছিল বলে জানান বন দফতরের আধিকারিকরা। এর পর ওই একই ক্যামেরায় ২৯ জুন ভোর ৪টে ৫৮ মিনিটে আরও একটি চিতাবাঘ দেখা গিয়েছিল। তবে সেটি উচ্চতায় খানিক ছোট, গড়নও খানিক লম্বাটে। এর মধ্যেই ট্র্যাপ ক্য়ামেরার ছবিগুলি অরণ্য ভবনে পাঠিয়েছে পুরুলিয়ার বনবিভাগ। 


নতুন নয় চিতাবাঘের আনাগোনা  


পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে এর আগেও চিতাবাঘ দেখা গিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাত ৯টা ৫১ মিনিটে পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়। পরে গত ২০ এপ্রিল ওই জঙ্গলেই রাত ৭:২০ মিনিট নাগাদ পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। বার বার একই এলাকায় চিতাবাঘের ছবি ধরা পড়ায় আশপাশের এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছিল বলে জানান পুরুলিয়ার বনাধিকারিক দেবাশীষ শর্মা । চিতাবাঘ যে গ্রামবাসীদের গবাদি পশু বা ছাগল শিকার করছে সেই ছবি আগেই ধরা পড়েছে ক্যামেরায়। সেই কথা মাথায় রেখেই সতর্কবার্তা। পাশাপাশি জঙ্গলের নানা প্রান্তে ট্র্যাপ ক্যামেরাও লাগানো হচ্ছে।
তার মধ্যেই ফের জোড়া চিতাবাঘ দর্শনের খবর। স্বাভাবিক ভাবেই তটস্থ গ্রামবাসীরা, নজর রয়েছে বন দফতরেরও।  


আরও পড়ুন:কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের