রুমা পাল, রাজা চট্টোপাধ্যায় ও অরিন্দম সেন : বিধানসভার দ্বিতীয় দফার উপনির্বাচন মিটে গেলে বাকি থাকবে পুরভোট। সেই ভোট কবে হবে, তা নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে রাজ্যে পুরসভার তালিকায় যুক্ত হল নতুন দুটি নাম, জলপাইগুড়ির ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ারের ফালাকাটা। এর ফলে বাংলায় মোট পুরসভার সংখ্যা ১২৫ থেকে বেড়ে হল ১২৭।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর আগেই বিভিন্ন পুরসভার সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হয়েছে। তারপরই পুরসভার তালিকায় জায়গা করে নিয়েছে উত্তরবঙ্গের দুই শহর ময়নাগুড়ি এবং ফালাকাটা, যা এতদিন পর্যন্ত গ্রামপঞ্চায়েত স্তরে ছিল, এবার উন্নীত হল পুরসভায়। রাজ্যের ১২৭টি পুরসভার মধ্যে ১১২টিতেই ভোট বকেয়া রয়েছে। তার মধ্যে ২০১৮ সালে হাওড়া-সহ ১৭টি পুরসভার মেয়াদ শেষ হয়েছে। ২০২০ সালে মেয়াদ শেষ হয়েছে, কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি-সহ ৯৫টি পুরসভার। 

ওই সব পুরসভায় কবে ভোট হবে, এখনও তার দিনক্ষণ স্থির হয়নি। ভবানীপুর সহ তিন বিধানসভা কেন্দ্রের ভোট শেষ হতেই পুরভোট সেরে ফেলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন দুটি পুরসভায় আসন সংরক্ষণের কাজ চলছে। আইন অনুযায়ী, সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ৪২ দিন পর ময়নাগুড়ি ও ফালাকাটা পুরসভায় ভোটগ্রহণ করা যেতে পারে। 

আরও পড়ুন- রাজ্যে বকেয়া পুরভোট করানোর ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন- নজরে সংগঠন, উত্তর ২৪ পরগনার ৫ পুর এলাকায় নতুন করে টাউন কমিটি গঠনের উদ্যোগ তৃণমূলের

এদিকে, পুরসভা ভোটের আগে শহরাঞ্চলে দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল তৃণমূল। গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাত সংসদীয় জেলার অন্তর্গত ৫টি পুরসভায় নতুন করে টাউন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুন- 'বহরমপুর পুরভোটে ২০টি আসন চাই-ই চাই, ভদ্রতা দেখিয়ে না হলে শক্তি প্রয়োগ করতে হবে', হুঙ্কার হুমায়ুন কবীরের