সুনীত হালদার, হাওড়া: ফের বাসের (Bus) বেপরোয়া গতির বলি হতে হল সাধারণ মানুষকে (common people)। দুই বেসরকারি বাসের রেষারেষিতে প্রাণ গেল ২ পথচারীর। সোমবার দুপুরে হাওড়া স্টেশনের (Howrah Station) কাছে এই দুর্ঘটনা ঘটে।
বেপরোয়া বাসের বলি ২
একই রুটের দুটি বেসরকারি বাসের রেষারেষির জেরে মৃত্যু হল দুই পথচারীর। আজ দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনের কাছে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদা হাওড়া ময়দান রুটের একটি বেসরকারি বাস একই রুটের অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। জানা গেছে, হাওড়া ব্রিজ থেকে নেমে হাওড়া স্টেশনের দিকে যাওয়ার পথে বাসটি ওভারটেক করতে গেলে কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পথচারীর।
ঘটনায় আহত হয়েছেন আরও একজন যাত্রী। আহতকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককে।
অন্যদিকে, আজ সাতসকালে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) ডামরায় সাইকেল আরোহীকে পিষে দেয় বালি বোঝাই লরি। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম গরিবন ধারি। বয়স ৫৫ বছর। ফের একবার বালি বোঝাই লরির ধাক্কায় সাধারণ মানুষের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ডামরা। ঘাতক লরির চালক পলাতক।
আরও পড়ুন: Dengue: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত আরও ২, 'শীতে কমবে প্রকোপ', আশাবাদী মুখ্যমন্ত্রী
স্থানীয়দের একাংশ ভাঙচুর চালায় কয়েকটি লরিতে। রাস্তায় শুরু হয় বিক্ষোভ। আসানসোল দক্ষিণ থানা (Asansol South Police Station) থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিছুদিন আগে বার্নপুরেও বালি বোঝাই লরি পিষে দেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। একমাসের মধ্যে আসানসোলে এটি দ্বিতীয় ঘটনা। মাসখানেক আগে হীরাপুর থানা এলাকার বার্নপুরে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। সেবার মৃত্যুর পর কার্যত শোরগোল পড়ে গিয়েছিল শিউরে ওঠা ভিডিও সামনে আসায়। যেখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। দ্রুত গতিতে এসে বাইকে দাঁড়ানো দু'জনকে পিষে দিচ্ছে একটি বালি বোঝাই লরি।
আরও পড়ুন: Mamata Banerjee : আমি ক্ষমতায় এসে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিই : মমতা বন্দ্যোপাধ্যায়