কলকাতা: "মমতার সরকার ক্ষমতা থেকে না গেলে দ্বিতীয় বাংলাদেশ (Bangladesh) হবে পশ্চিমবঙ্গ (West Bengal)।" RG কর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিবাদ সম্পর্কে কটাক্ষ করে এই দাবিই করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Union Minister Giriraj Singh)। জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) নাটক করছেন বলেও মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন: Kolkata Derby Cancellation: 'অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না', ডার্বি ঘিরে ছিল হিংসার ছক? অডিও রেকর্ডিং প্রকাশ করল পুলিশ


আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসি চেয়ে শুক্রবারই মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে বিজেপি ও সিপিএম ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন। যার প্রতিবাদে শনিবার থেকে পথ নামতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ব্লকে ব্লকে আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে ও বিজেপি-সিপিএমের চক্রান্তের প্রতিবাদে মিছিল করেছে। আর আজ রবিবার অবস্থান বিক্ষোভের কর্মসূচি রয়েছে।


এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, "এটা খুবই ভয়ের আর এই বিষয়টি দেখে আমি হতবাক হয়ে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই ক্ষমতায় আছেন আর রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বও তাঁর হাতে। তারপরও পথে নেমে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে তিনি কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এটা তো পুরো নাটক হচ্ছে। তিনি যদি রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে তাঁর ইস্তফা দেওয়া উচিত। ওনার সরকার যদি ক্ষমতা থেকে না সরে তাহলে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হবে।" 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Suvendu Adhikari: মুছে ফেলা হয়েছে রক্তের দাগ, ভিসেরা রিপোর্ট বদল- পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ শুভেন্দুর