হাওড়া: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার ৫ দিন পর ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু আপ করমণ্ডল এক্সপ্রেসের। আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ল চেন্নাইগামী করমণ্ডল। এখনও ৪০-৫০জন নিখোঁজ, জানালেন মুখ্যমন্ত্রী। 


ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস: দুর্ঘটনার সাড়ে ১১৬ ঘণ্টা পর শালিমার থেকে ফের চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার স্মৃতি নিয়েই ফের নতুন করে যাত্রা শুরু। বুধের দুপুরে করমণ্ডল ট্র্যাকে ফিরলেও বিপর্যয়ের পঞ্চম দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। এদিনও বাতিল করা হয়েছে, একাধিক দূরপাল্লার ট্রেন।


বাতিল ট্রেনের তালিকায় রয়েছে-
বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস
পুরী-শালিমার এক্সপ্রেস
পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস
চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস
হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস
চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল
পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস।

পাশাপাশি, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস ঘুরপথে ঝাড়সুগুদা দিয়ে চালানো হচ্ছে। ট্র্যাকে ফিরেছে করমণ্ডল এক্সপ্রেস। এদিন দুপুরে হাওড়া থেকে ছাড়ে চেন্নাইগামী ট্রেন। এর পাশাপাশি, এদিন চেন্নাই থেকে শালিমার পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০-এ ট্রেনটি শালিমার পৌঁছবে। চেন্নাই থেকে ছেড়ে মাঝে বালেশ্বর, খড়গপুর ও সাঁতরাগাছিতে দাঁড়াবে এই স্পেশাল ট্রেন।                                      


করমণ্ডল-বিপর্যয়ে দিল্লিতে এফআইআর দায়ের করল সিবিআই। দিল্লির স্পেশাল ক্রাইম জোন ওয়ানে মামলা রুজু হয়েছে। এদিকে, আজ, বাহানাগা বাজার স্টেশন, প্য়ানেল কন্ট্রোল রুম, রিলে রুমে যান সিবিআই আধিকারিকরা। বালেশ্বর হাসপাতালে গিয়ে, দুর্ঘটনায় আহত রেলযাত্রীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়। বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি-র তদন্ত শেষের আগেই, তদন্তভার গ্রহণ করেছে CBI। ইতিমধ্য়েই দিল্লি থেকে সিবিআইয়ের স্পেশাল টিম এসে পৌঁছেছে বালেশ্বর। কিন্তু, এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী। এদিন তিনি বলেন, "বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা। CBI কী করবে? ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুলওয়ামা দেখেননি। তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন। আজকেও ব্যাপারটা ধামাচাপ দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল ! কোনও প্রমাণ নেই।" 


আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড