কলকাতা: সংসদে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্য়ায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করে, তৃণমূলের আপত্তির মুখে তা শোধরাতে হল প্রধানমন্ত্রীকে। 'বঙ্কিমদা' শুধরে নরেন্দ্র মোদি বলেন 'বঙ্কিমবাবু'। তৃণমূল যখন এনিয়ে সরব, তখন সোশাল মিডিয়ায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পুরনো ভিডিও পোস্ট করে, কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নাম না করে ক্যাপশনে লিখেছেন, 'মূর্খ- বাংলার লজ্জা।'
আরও পড়ুন, 'কেউ আইনের উর্ধ্বে নয়..', SIR নিয়ে সংসদে সরব, কল্যাণের নিশানায় কমিশন
বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি। সংসদে সেই নিয়ে আলোচনা। সেখানেই জাতীয় গানের স্রষ্টাকে 'দাদা' সম্বোধন করলেন নরেন্দ্র মোদি। এবছর জুন মাসে যাঁর ১৮৭তম জন্মদিন গেছে, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে তিনি বললেন, 'বঙ্কিমদা'! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, একটা অনেক বড় স্বদেশি আন্দোলন শুরু হয়েছিল। ইংরেজরা বুঝে গেছিল যে, বাংলার মাটি থেকে উঠে আসা বঙ্কিম দা-র এই ভাবসূত্র... এরপরেই নরেন্দ্র মোদির মুখে 'বঙ্কিমদা' সম্বোধন নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়।
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, তিনি তখন বুঝতে পারলেন, খুব ভুল হয়েছে পরে আমাকে 'থ্য়াঙ্ক ইউ' বললেন। কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গেছে। রেকর্ডে থেকে গেল সংসদের কার্যবিবরণীতে, যে প্রধানমন্ত্রী এটাও জানেন না, যে কীভাবে একজন বাঙালি মানুষকে উদ্দেশ্য় করে বলতে হয়। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমরা আজ এখানে এই বিতর্ক কেন করছি? আমাদের জাতীয় গান। এনিয়ে কী বিতর্ক হতে পারে? পশ্চিমবঙ্গের নির্বাচন আসছে। আমাদের প্রধানমন্ত্রী সেখানে নিজের ভূমিকা পালন করতে চান।
নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য়, বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের পদবি মনে করতে পারেননি! বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, বন্দে মাতরম যখন মহান কবি বঙ্কিম দাস চ্য়াটার্জি লিখেছিলেন, তখন তিনি... বঙ্কিম... বঙ্কিমদা... বঙ্কিম চ্য়াটার্জি... চট্টোপাধ্য়ায় লিখেছিলেন। এরইমধ্য়ে সোমবারই আবার সোশাল মিডিয়ায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মুখ্য়মন্ত্রীর পুরনো মন্তব্য়ের প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেছে বিজেপি।
বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, কাকলি ঘোষ দস্তিদার-সৌগত রায়রা কি মুখ্য়মন্ত্রীর বিবৃতিগুলো ভুলে গেছেন? ফলের রস খাইয়ে বেলেঘাটায় রবীন্দ্রনাথ গান্ধীজির অনশন ভঙ্গ করিয়েছিলেন, ভুলে গেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী বলেছিলেন এই বিধানসভা ঐতিহাসিক বিধানসভা রাজা রামমোহন রায় এখানে সতীদাহ প্রথা বিরোধী বিল পাস করিয়েছিলেন? 'বঙ্কিমদা' সম্বোধন ঘিরে বিতর্কের দিনেই, সংসদে স্বাধীনতা সংগ্রামী সূর্য সেনের কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী 'মাস্টারদা'র জায়গায় বলেন মাস্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মাস্টার সূর্য সেনকে ১৯৩৪ সালে যখন ফাঁসি দেওয়া হয়, তখন তিনি সঙ্গীদের একটা চিঠি লিখেছিলেন। রাজনীতিতে দাদা-দিদির লড়াই চিরকালীন!এখন মণীষীরাও অজান্তেই তার অঙ্গ হয়ে পড়ছে।