ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : সমাবর্তন উৎসব (Convocation Programme) বাতিল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (ViswaBharati University)। ছাত্র আন্দোলন (Student Unrest) ও রাজ্য পুলিশের (State Police) অসহযোগিতাকে দায়ী করল কর্তৃপক্ষ। রবিবার সমাবর্তন হওয়ার কথা ছিল বিশ্বভারতীতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিত থাকার কথা ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানে থাকার কথা ছিল দেশের অ্যাটর্নি জেনারেলেরও। রবিবারে যে সমাবর্তনে সেজের ওঠার বদলে কয়েক ঘণ্টা আগে তা বাতিল ঘোষণা করা হয়।
যে প্রসঙ্গে জানতে চাইলে আইন শৃঙ্খলার প্রশ্নে বাতিল সমাবর্তন, বলেই জানান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর উপাচার্যের অভিযোগ, ‘পুলিশ সাহায্য করছে না, ওসিকে ডাকলেও আসছেন না’। পাশাপাশি ছাত্র আন্দোলনের জেরে বিশ্বভারতীর পরিস্থিতি সমাবর্তন আয়োজনের অনুকূল নয় বলেই জানান তিনি।
জারি পড়ুয়াদের আন্দোলন
উপাচার্যর পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে, গত বুধবার, ২৩ তারিখ, আন্দোলন শুরু করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দফায় দফায় ঘেরাও করা হয় উপাচার্যকে। পড়ুয়াদের অভিযোগ, ঘেরাও থাকাকালীন, নিরাপত্তারক্ষীকে ছাত্রদের উদ্দেশ্যে, গুলি চালানোর নির্দেশ দেন উপাচার্য। এরপরই, উপাচার্য, বিদ্যুত্ চক্রবর্তীর সরকারি বাসভবনের সামনে, অস্থায়ী মঞ্চ তৈরি করে, আন্দোলনে বসেন পড়ুয়ারা। দাবি দাওয়া না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা।
এদিকে, আন্দোলনকারীদের সমর্থন করার অভিযোগে, বিশ্বভারতী অধ্যাপক সংগঠন ভিবিউফার সভাপতি, অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে ইতিমধ্যে শোকজ করেছে কর্তৃপক্ষ। যদিও সুদীপ্ত ভট্টাচার্যের অভিযোগ, 'ব্যক্তিগত প্রতিহিংসা। আমি নাকি উস্কানি দিয়েছি। ১৮ বছরের ঊর্ধ্বে, অ্যাডাল্ট। তাঁদের কীকরে উস্কানি দিতে পারি। যাঁদের নীতি আদর্শ অন্যের থেকে আলাদা। আমি ছাড়াও অনেক অধ্যাপক ছিলেন। আশ্রমের পিতা উপাচার্য.. তিনি বলেছেন, সন্তানসম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুলি চালিয়ে দাও। এটা শুনে আমি আর ঠিক থাকতে পারিনি। বিবেকের তারণায় এসেছিলাম।'
পড়ুয়া-বিক্ষোভের জেরে, উপাচার্যের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এর মাঝেই বাতিল করা হল বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠান।
আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, আমি কেন খারাপ কথা বলব?’ প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এদিকে, দিন কয়েক আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এবারও কি পৌষমেলা হবে? এখন সেটাই দেখার।