ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ওয়াটগঞ্জে নৃশংস খুনের ঘটনায় উদ্ধার হল মৃতার বাকি দেহাংশ। ঘটনায় অন্য়তম অভিযুক্ত, মহিলার ভাসুরকে জেরা করেই মিলল খোঁজ। কিন্তু কী কারণে খুন? তা এখনও স্পষ্ট নয়। নেপথ্য়ে কী কারণ? উঠছে সেই প্রশ্নটাও।


উদ্ধার হল মৃতার বাকি দেহাংশ: ওয়াটগঞ্জে হাড়হিম করা হত্য়ার ঘটনায়, এবার খোঁজ মিলল মৃতার বাকি দেহাংশের। উদ্ধার হয়েছে খুনে ব্য়বহৃত অস্ত্রও। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ, ওয়াটগঞ্জ থানা এলাকার সত্য ডাক্তার রোডের পাশে পাঁচিল ঘেরা একটি পরিত্যক্ত জায়গা থেকে প্লাস্টিকের ব্যাগে এক মহিলার দেহাংশের খোঁজ পায় পুলিশ। জানা যায়, মৃতার নাম দুর্গা সরখেল (৩৮)। খিদিরপুর পদ্মপুকুরের বাসিন্দা তিনি। কয়েকদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এদিন দেহাংশের খোঁজে নামে পুলিশ। সিআইএসএফের পরিত্যক্ত কোয়ার্টারে পুলিশ ও ফরেন্সিক দল হাজির হয়। পুলিশ সূত্রে খবর, তরুণীকে খুনের পর সিআইএসএফের পরিত্যক্ত কোয়ার্টারে ফেলা হয় দেহাংশ। 


খুনের নেপথ্যে কী কারণ? এরইমধ্য়ে, বৃহস্পতিবার মৃতার ভাসুর নীলাঞ্জন সরখেলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে ২ বার কালো প্লাস্টিকে মোড়া কিছু নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায় এই ব্য়ক্তিকে। পুলিশ সূত্রে দাবি, জেরায় তিনি অভিযোগ স্বীকার করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই, শুক্রবার পশ্চিম বন্দর থানা এলাকার গঙ্গার ধারে একটি জুটমিলের পাস থেকে প্য়াকেটবন্দি দুর্গা সরখেলের বাকি দেহাংশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে খুনে ব্য়বহৃত অস্ত্র। এছাড়া খাটের তলায়, বেসিনে এরকম বিভিন্ন জায়গায় রক্তের দাগ মিলেছে। সেসব নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রে খবর, শনিবার, বাকি দেহাংশের ময়নাতদন্ত করা হবে। কিন্তু কী কারণে খুন? খুনের নেপথ্য়ে একজন না একাধিক জন? এসমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল।


এর আগে গত সপ্তাহে সল্টলেকে সেক্টর 3-র GC ব্লকের বাড়িতে সত্তরোর্ধ্ব মহিলার মৃত্যু হয়। জানা যায় মৃতের নাম মন্দিরা মিত্র। শৌচাগারের কাছে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ। মহিলার গলায় কাটার দাগ এবং পাশে মিলেছে রক্তমাখা ছুরি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মৃতের স্বামী। পুলিশ সূত্রে জানা যায়, ডাইনিং রুম পড়েছিলেন তিনি, পাশে ছিল অ্যাসিডের বোতল। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করে, ওই চিকিৎসক গলা কেটে স্ত্রীকে খুন করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রাক্তন সেনা-চিকিৎসক। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: WB Weather Update: চৈত্রেই চাঁদিফাটা রোদ, কতদিন পর্যন্ত তাপপ্রবাহ? নামবে স্বস্তির বৃষ্টি?