সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: বাগদা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত গৃহযুদ্ধ। ভোটের প্রচারেও উঠে আসছে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। যুযুধান শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুর। 


জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, 'ঠাকুরবাড়িতে যাতে আরও খারাপ পরিস্থিতি গড়ে তোলা যায়, তার জন্য নিজের ক্ষমতা বাড়াচ্ছেন। আপনারা দেখেছেন যে, ২০১৮ সালে ঠাকুরবাড়িতে বিনা দোষে মন্দির চুরির দায়ে আমাকে জেলে পাঠানো হয়েছিল। ঠাকুরবাড়ির মন্দির, যেটা আমারও মন্দির। ক্ষমতা হাতে পেলে এরা কী করতে পারবে, আপনারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দেখেছেন।' রাজ্যসভার সাংসদ  মমতা ঠাকুর বলেন,'মমতা ঠাকুরকে সাধারণ মানুষ জানে, ভক্তরা জানে। ঠাকুরবাড়িতে তালা ভাঙা...আজ এখন বড়মার কাছে তারা প্রণাম করতে পারছে না, চোখের জল ফেলছে, সেটা আমার জন্য নয়। শান্তনু ঠাকুরের জন্য।' 


বাগদা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত গৃহযুদ্ধ। কার দখলে থাকবে বড়মা, প্রয়াত বীনাপাণি দেবীর ঘর? লোকসভা ভোটের মুখে তা নিয়ে তপ্ত হয়ে উঠেছিল ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি। একদিকে বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অন্য়দিকে মতুয়া বাড়িরই অপর সদস্য় তৃণমূলের রাজ্য়সভার সাংসদ মমতা ঠাকুর। সংঘাত গড়িয়েছিল অনশন পর্যন্ত। বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাঁকেই এবার বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারেও উঠে আসছে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। 


আরও পড়ুন, 'সব সীমা পার মমতার..', বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের


শান্তনু ঠাকুর বলেন, 'যখনই রাজ্যসভা থেকে উনি সাংসদ হয়ে এলেন ঠাকুরবাড়িতে, সবার প্রথমে দেখলেন যে, আমাকে তালা ভাঙতে হল। গত ৫ বছরে তো ওনার কোনও পদ ছিল না। তখন তো আমি এমনি তালা ভাঙতে পারতাম। এই প্রশ্নটা কেউ করেননি। কারণ ওনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অত্যন্ত ভয়ানক এবং সেই ভয়ানক পরিস্থিতিকে আরও ভয়ানক করার জন্য নিজের পরিবার থেকে ক্যান্ডিডেট দিয়েছে। ' মমতা ঠাকুর বলেন,'ঠাকুরবাড়িতে রাজনীতিক হিসেবে ক্ষমতায় কবে এসেছি? তার মানে ২০১৫-তে। তাহলে ২০১৫-তে আমার কোনও কিছু হল না। তাহলে ২০১৫-তে আমার কোনও কিছু হল না, ২০২৪-এ এসে তালা ভাঙতে হল কেন শান্তনু ঠাকুরকে? ক্ষমতা আমি বাজে ব্যবহার করছি, নাকি শান্তনু ঠাকুর, মানুষ সেটা দেখেছে। '১০ জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন হবে। ফল ঘোষণা ১৩ জুলাই। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।