কলকাতা: ছাব্বিশের ভোটের আগে কাল মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। আগামীকাল বিকেল ৪: বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বাজেট পাস করাতে বিধানসভাতেই হবে মন্ত্রিসভার বৈঠক। তবে তার আগেই জোর কটাক্ষ শুভেন্দুর।
'৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে'
এদিন শুভেন্দু বলেন, 'বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে, শুধু ভাতা বাড়িয়ে হবে না। ৫০০ টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। কালকে ৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে। হয়তো আমি বলার পর ওটা ৪ শতাংশ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনও গল্প থাকবে না। শিল্প নিয়ে কালকে থাকবে।' প্রসঙ্গত, DA ইস্যুতে রাজ্যে কম জল গড়ায়নি। একদিকে বকেয়া ডিএ নিয়ে যারা গলা চড়িয়েছেন, তাঁদের অনেকেই স্থানান্তরিত হয়েছেন অতীতে বলেও অভিযোগ।
২৬ বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতার-সরকারের শেষ বাজেট
এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, বছর পেরোলেই অগ্নিপরীক্ষা। ২৬ বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। তাই বলার অপেক্ষা রাখে না, অনেক কিছুই হতে পারে কালকের বাজেটে। কারণ ভাগ্য নির্ধারণের পিলার মজবুত করতে সাহায্য করবে বইকি। পাশাপাশি আরও একটা বড় ইস্যু শিল্প। কারণ বিজিবিএস এবার বেশ বড় অঙ্কের বিনিয়োগের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থানও জুড়ে রয়েছে। যাতে ভিনরাজ্যমুখী না হতে হয়, সেদিক থেকে বড় চেষ্টায় শাসকদল। তবে বুধবারের অপেক্ষায় গোটা বাংলা। কোন খাতে কত, কেমন হবে বরাদ্দ ? তা নিয়ে বিশ্লেষণে প্রতিটা রাজনৈতিক দলই।
বর্তমানে দু'তরফের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, শেষ পূর্ণাঙ্গ বাজেট। বুধবার, পেশ হবে রাজ্য় বাজেট।অধিবেশনের প্রথম দফা চলবে ১৯ তারিখ পর্যন্ত। দ্বিতীয় দফায় মার্চে অধিবেশন শুরু ১০ মার্চ - ১৯ মার্চ পর্যন্ত।সাধারণত, রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হয়।তবে ২০২৪-এ নবান্ন-রাজভবন সংঘাতের জেরে রাজ্য়পালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়নি। বর্তমানে দু'তরফের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে। সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন না বিজেপির কোনও প্রতিনিধি। ছিলেন শুধুমাত্র ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি।